কলকাতা, 20 অক্টোবর: শুরু হয়ে গিয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব। বাঙালির আবেগের উৎসব দুর্গাপুজো। উমা স্বামীর সঙ্গে ঝগড়া করে চার সন্তান নিয়ে বাপের বাড়ি ঘুরতে এসেছেন ঠিকই তবে, দশমীতে তার লক্ষ লক্ষ ভক্তদের কাঁদিয়ে আবার স্বপরিবারে পারি দেবেন নিজের কৈলাশে। তাই দুর্গাপুজো, লক্ষীপুজো এবং কালীপুজোর নিরঞ্জনের জন্য আগামী বেশ কয়েকটি দিন চক্ররেলের যাতায়াত নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে পূর্ব রেল।
দুর্গাপুজোর পরেই লক্ষ্মীপুজো আর তারপরেই কালীপুজো। তাই প্রতিমা নিরঞ্জনের সুবিধার জন্য এবং যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই চক্ররেলের পরিষেবা নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। আর সেকারণে দুর্গাপুজোর নিরঞ্জনের জন্য আগামী 24 অক্টোবর থেকে 27 অক্টোবর এরপর লক্ষ্মীপুজোর জন্য 29 ও 30 অক্টোবর এবং কালীপুজোর নিরঞ্জনের জন্য 13 থেকে 16 সেপ্টেম্বর বিকেল চারটে থেকে পরের দিন সকাল সাতটা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে রেল পরিষেবা।
এক নজরে দেখে নিন চক্ররেলের পরিবর্তিত সময়সূচি:
* দু’টি সার্কুলার ইএমইউ লোকাল (30312 এবং 30314) কলকাতা স্টেশনে যাত্রা শেষ করবে। পাশাপাশি দু’টি সার্কুলার ইএমইউ লোকাল (30331 এবং 30313) কলকাতা স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
* দু’জোড়া সার্কুলার রেলওয়ে ইএমইউ লোকাল (30122, 30123, 30154 এবং 30111)-এর যাত্রাপথ পরিবর্তন করা হবে। এই দু’জোড়া ট্রেন শিয়ালদা (উত্তর) স্টেশন থেকে ছেড়ে ওখানেই যাত্রা শেষ করবে।
* এক জোড়া (30711 এবং 30552) সার্কুলার রেলওয়ে ইএমইউ লোকাল বালিগঞ্জ স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে এবং ওখানেই যাত্রা শেষ করবে।
* এক জোড়া (30112 এবং 30317) সার্কুলার রেলওয়ে ইএমইউ লোকাল বালিগঞ্জ স্টেশন থেকে যাত্রা শুরু এবং ওখানেই যাত্রা শেষ করবে। এই এক জোড়া ট্রেন কাঁকুড়গাছি রোড জং-বালিগঞ্জ হয়ে যাতায়াত করবে।
* এক জোড়া সার্কুলার রেলওয়ে ইএমইউ লোকাল (30416 এবং 30451) মাঝেরহাট স্টেশন থেকে যাত্রা শুরু এবং ওখানেই যাত্রা শেষ করবে।
* দু’টি সার্কুলার রেলওয়ের ইএমইউ লোকাল (30135 এবং 30353) বালিগঞ্জ হয়ে যাতায়াত করবে।
* একটি সার্কুলার রেলওয়ে ইএমইউ লোকাল (30332) কাঁকুড়গাছি রোড জং-বালিগঞ্জ রুট দিয়ে যাতায়াত করবে।