কলকাতা, 2 নভেম্বর: 2024-এর লোকসভা নির্বাচনে (2024 Lok Sabha polls) গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আঞ্চলিক দলগুলি (Regional parties)। চেন্নাই (Mamata Visits Chennai) যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে এ কথাই বলে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, এ দিনের বৈঠক সৌজন্য বৈঠক ৷ এখানে রাজনীতির কোনও আলাদা করে বিষয় নেই । তবে দুজন রাজনৈতিক ব্যক্তি যখন মুখোমুখি হন, তখন রাজনৈতিক আলোচনা হবে না এ কথাও বলা যায় না ।
এখনও পর্যন্ত যা খবর, এই সফরে ডিএমকে সুপ্রিমো স্তালিনের সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী । যদিও এই বৈঠকে কী নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে দু'পক্ষের তরফ থেকে আগেভাগে তেমন কিছু আভাস পাওয়া যায়নি । তবে, দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকে কোনও রাজনৈতিক আলোচনা হবে না, এই সম্ভাবনা ক্ষীণ । স্বভাবতই, স্তালিন-মমতা সাক্ষাৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে ।