পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে শব্দদূষণ কমল শহরে - কলকাতার খবর

কোরোনা আতঙ্কে গৃহবন্দী মানুষ আর তাতেই কমেছে শহরের শব্দদূষণ ৷ পরিবেশ বিজ্ঞানী এবং পরিবেশবিদদের আশা শব্দ দূষণ যেমন কমেছে, আগামী সপ্তাহের মধ্যে বায়ুর দূষণও কিছুটা হলেও কমবে ।

Reduced sound pollution in the city due to  corona
লকডাউনে শব্দ দূষণ কমল শহরে

By

Published : Mar 30, 2020, 8:06 PM IST

Updated : Mar 30, 2020, 11:17 PM IST

কলকাতা, 30 মার্চ : জনমানবহীন তিলোত্তমা ৷ তবে দূষণ কিন্তু কমেনি শহরের ৷ যা নিয়ে উদ্বিগ্ন পরিবেশ বিজ্ঞানীরা । যদিও পরিবেশ বিজ্ঞানীরা জানাচ্ছেন শহরের বায়ুদূষণ না কমলেও শব্দদূষণ উল্লেখযোগ্যভাবে কমেছে ।

শহরের বাতাসে এখনও সূক্ষ্ম ভাসমান ধূলিকণা যথেষ্ট পরিমাণে রয়েছে । বিষয়টি যেমন উদ্বেগের, তেমন আশার কথা, শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলির শব্দ দূষণ 40 ডেসিবেলের নিচে পৌঁছেছে । গড়িয়াহাট, মৌলালি, পার্ক সার্কাস, সহ শ্যামবাজারের মোড়ে সারা বছর শব্দের ডেসিবেল মাত্রা থাকে 100-র উপর । ডেসিবেল মাপক যন্ত্রে দেখা গিয়েছে সংশ্লিষ্ট জায়গাগুলিতে 25 থেকে 30 ডেসিবেল মাত্রা রয়েছে শব্দের ।

পরিবেশ বিজ্ঞানী সোমেন্দ্রমোহন ঘোষ জানিয়েছেন, শব্দ দূষণ উল্লেখযোগ্য ভাবে কমেছে । নাগরিকদের স্নায়ুচাপ কমবে শব্দদূষণ হ্রাস পাওয়ার ফলে । শব্দ দূষণ কমায় পাখির আনাগোনা শুরু হয়েছে শহরে । যাঁদের শ্রবণশক্তির সমস্যা ছিল, কিছুটা হলেও তাঁরা স্বস্তি পাবেন লকডাউনের শহরে ।

যদিও বায়ুদূষণ নিয়ে কপালে চিন্তার ভাঁজ পরিবেশ বিজ্ঞানী এবং পরিবেশবিদদের । তাঁদের আশা, শব্দ দূষণ যেমন কমেছে, আগামী সপ্তাহের মধ্যে বায়ুর দূষণও কিছুটা হলেও কমবে । বায়ুতে সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ প্রবলভাবে সক্রিয় থাকায় দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন তাঁরা ।

Last Updated : Mar 30, 2020, 11:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details