কলকাতা, 30 মার্চ : জনমানবহীন তিলোত্তমা ৷ তবে দূষণ কিন্তু কমেনি শহরের ৷ যা নিয়ে উদ্বিগ্ন পরিবেশ বিজ্ঞানীরা । যদিও পরিবেশ বিজ্ঞানীরা জানাচ্ছেন শহরের বায়ুদূষণ না কমলেও শব্দদূষণ উল্লেখযোগ্যভাবে কমেছে ।
শহরের বাতাসে এখনও সূক্ষ্ম ভাসমান ধূলিকণা যথেষ্ট পরিমাণে রয়েছে । বিষয়টি যেমন উদ্বেগের, তেমন আশার কথা, শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলির শব্দ দূষণ 40 ডেসিবেলের নিচে পৌঁছেছে । গড়িয়াহাট, মৌলালি, পার্ক সার্কাস, সহ শ্যামবাজারের মোড়ে সারা বছর শব্দের ডেসিবেল মাত্রা থাকে 100-র উপর । ডেসিবেল মাপক যন্ত্রে দেখা গিয়েছে সংশ্লিষ্ট জায়গাগুলিতে 25 থেকে 30 ডেসিবেল মাত্রা রয়েছে শব্দের ।