কলকাতা, 27 অক্টোবর: পুজো শেষের পরেও ঠাকুর দেখা । শুক্রবার আরও শহরের বুকে আরও একটা জমকালো পুজো কার্নিভাল দেখল রাজ্যের মানুষ । আর একে কেন্দ্র করে আপাদমস্তক ফেস্টিভ মুডে দেখা গেল রেড রোডে উপস্থিত মানুষকে । মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্যে এই পুজো কার্নিভাল শুরু করেছিলেন । তারপর কোভিড অতিমারীর জন্য দুই বছর হয়নি কার্নিভাল । গতবছর দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এর গুরুত্ব কয়েক গুণ বেড়ে গিয়েছে৷
এই বছর মূল কার্নিভাল শুরু হওয়ার কথা ছিল বিকেল 4টে থেকে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাড়ে 3টে নাগাদ রেড রোডে পৌঁছে যান । আর তিনি পৌঁছাতেই শুরু হয়ে যায় কার্নিভাল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের সুরে এ দিন পা মিলিয়ে কার্নিভালের শুভ সূচনা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ।
এবার কার্নিভালে প্রথম পুজো ছিল, বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটি । এরপর ধাপে ধাপে বাদামতলা আষাঢ় সংঘ, দমদম তরুণ দল-সহ একের পর এক শহর ও শহরতলির প্রথম সারির পুজোগুলি আসতে শুরু করে । প্রত্যেকটাতেই ছিল নতুন নতুন চমক, নাচে গানে দুর্গাস্তত্রে ছিল অনন্য ।
পায়ে চোটের কারণে স্পেন শহর থেকে ফিরে গৃহবন্দী ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার কার্নিভালেই প্রথমবার বাড়ির বাইরে এলেন তিনি । এই বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোটের কথা ভেবে তাঁর জন্য তৈরি মঞ্চ কিছুটা নিচু করা হয়েছিল ৷ একইভাবে মঞ্চে ওঠার জন্যও ছিল বিশেষ ব্যবস্থা । এ দিন কার্নিভালের অধিকাংশ সময় তাঁকে চেয়ারে বসে থাকতেই দেখা গেল । অন্যান্য বছরের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সেভাবে অংশগ্রহণ করলেন না তিনি । মাত্র দু'একবার নিজের চেয়ার থেকে উঠে সামনে গিয়ে পুজো কমিটিদের অভিবাদন জানিয়েছেন । এছাড়া বেশিরভাগ সময় নিজের আসনে বসে থাকতেই দেখা গিয়েছে তাঁকে ।