কলকাতা, 11 ডিসেম্বর : বহুদিন ধরে চলা আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলার রায় দিল আজ কলকাতা হাইকোর্ট । আর সেই রায় সামনে আসতেই হতাশাগ্রস্ত আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা । কারণ, 2016 সাল থেকে চলে আসা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করে নতুন করে প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য । প্রায় সাত বছর ধরে নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীরা, বিশেষত যাঁরা চলে আসা প্রক্রিয়ায় মেধাতালিকায় স্থান পেয়েছিলেন, তাঁরা চরম হতাশ এই নির্দেশে । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবিষয়ে মন্তব্য করতে চাননি । তিনি জানান, বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্য করবেন না ।
2014 সালে বিজ্ঞপ্তি অনুযায়ী টেট পরীক্ষা হয় 2015 সালের অগাস্ট মাসে । ফল প্রকাশিত হয় 2016 সালে । তারপরে কয়েক বছর ধরে সেই প্রক্রিয়া স্তব্ধ হয়ে থাকে । শেষমেশ 2019 সালে শুরু হয় আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের প্রক্রিয়া । সেই প্রক্রিয়ায় জটিলতা দেখা দিলেও তা কাটিয়ে সম্পূর্ণ হয় ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়া । কিন্তু, তারপর আইনি জটিলতায় আবারও থমকে যায় আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া । হাইকোর্টের নির্দেশে 2019 সালের 4 অক্টোবর প্রকাশিত হয় প্রভিশনাল মেধাতালিকা । কিন্তু, সেই মেধাতালিকাতেও বহু অসঙ্গতি দেখা যায় । নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট । চলতে থাকে নিয়োগ প্রক্রিয়ার একাধিক অসঙ্গতির অভিযোগের মামলা । দীর্ঘদিন ধরে চলা সেই মামলার রায় আজ দিল হাইকোর্ট । সেই নির্দেশে বাতিল করা হয়েছে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া । বাতিল করা হয়েছে স্কুল সার্ভিস কমিশন প্রকাশিত মেধাতালিকাও । নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে ।
হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, 2021 সালের 4 জানুয়ারি থেকে শুরু করতে হবে প্রার্থীদের নথি যাচাই প্রক্রিয়া । 5 এপ্রিল পর্যন্ত চলবে যাচাইয়ের কাজ । 10 মের মধ্যে প্রকাশ করতে হবে ইন্টারভিউয়ের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা । সেই তালিকার ভিত্তিতে ইন্টারভিউ, মেধাতালিকা ও তার ভিত্তিতে নিয়োগ দিতে হবে পরবর্তী আট সপ্তাহের মধ্যে । সবমিলিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে 31 জুলাইয়ের মধ্যে ।