কলকাতা, 23 জুলাই: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিতে সাময়িক স্বস্তি হলেও চাকরির চিঠি হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বঞ্চিত চাকরি প্রার্থীদের (Recruitment Candidates on Arrests Partha-Arpita) ৷
এসএসসি দুর্নীতি কাণ্ডে শনিবার ইডি গ্রেফতার করেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তবে পথ চলা এখনও অনেকটাই বাকি। চাকরি পাননি যোগ্যরা। এমনটাই জানিয়েছে আন্দোলনরত চাকরি প্রার্থীরা। নবম থেকে দ্বাদশ শ্রেণি-সহ বাকি গ্রুপের শিক্ষক, শিক্ষাকর্মী, কর্মশিক্ষা ও শারীরশিক্ষার নিয়োগের ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছিল তার থেকে একে-একে পর্দা সরছে এখন।
'ভালোর স্বাদ পাচ্ছি' বললেন এসএসসি মেধাতালিকা ভুক্ত বঞ্চিত চাকরি প্রার্থীরা ভালো নম্বর পেয়ে মেধাতালিকায় থাকা সত্বেও আজ 400 দিনের উপর ঝড়-জল-রোদকে উপেক্ষা করে আন্দোলন করছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারে নিঃসন্দেহে আশার আলো দেখছেন তাঁরা। তবে তাঁদের আন্দোলন চাকরির দাবিতে । তাই শুধু গ্রেফতারি নয় চাকরিতে বহাল হওয়ার চিঠি হাতে পেলেই স্বস্তি আসবে তাঁদের ৷ এমনটাই জানিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের মধ্যে ব্লাড ক্যানসারে আক্রান্ত সোমা দাসের ইতিমধ্যেই চাকরি হয়েছে। তবে শুধু তাঁরই চাকরি হয়েছে। বাকিদের লড়াই এখনও জারি। তাই সোমার মতো তাঁদের ও সংসার চালাতে প্রয়োজন নিয়োগের। এখন সেই দিকেই তাকিয়ে দিন গুনছেন ওনারা।
আরও পড়ুন:পার্থর গ্রেফতারি নিয়ে মুখ খুললেন ববিতা