পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Coronavirus : সামান্য কমল সংক্রমণ, বাড়ল মৃত্যু - কোভিড-19

গত 24 ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 16 হাজার 146 জন ৷ রাজ্যে বর্তমানে সুস্থতার হার 95.73 শতাংশ ৷

পশ্চিমবঙ্গে বাড়ছে করোনা থেকে সুস্থতার হার
পশ্চিমবঙ্গে বাড়ছে করোনা থেকে সুস্থতার হার

By

Published : Jun 5, 2021, 8:43 PM IST

কলকাতা, 5 জুন : সংক্রমণ কমল আরও কিছুটা ৷ বাড়ছে সুস্থতার হার ৷ পশ্চিমবঙ্গে করোনা (Coronavirus) আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার বর্তমানে 95.73 শতাংশ ৷ গতকালের থেকে সামান্য স্বস্তিদায়ক ৷ তবে গতকালের তুলনায় বেড়েছে মৃতের সংখ্যা ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 7 হাজার 682 ৷ গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 7 হাজার 913 জন ৷ একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 118 জনের ৷ গতকাল সংখ্যাটি ছিল 113 ৷ গত 24 ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 16 হাজার 146 জন ৷ রাজ্যে বর্তমানে সুস্থতার হার 95.73 শতাংশ ৷ এদিন নমুনা পরীক্ষা হয়েছে 72 হাজার 672 জনের ৷

এদিন উত্তর 24 পরগনা জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1 হাজার 664 জন ৷ মৃত্যু হয়েছে 28 জনের ৷ মহানগরীতে আক্রান্তের সংখ্যা গত 24 ঘণ্টায় 796 ৷ মৃতের সংখ্যা গতকালের মতোই 23 ৷

আরও পড়ুন : বিতর্কিত করোনিল কিটের বিরুদ্ধে কেন্দ্রকে চিঠি আইএমএ মহারাষ্ট্রর

ABOUT THE AUTHOR

...view details