পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WBCS এগজ়িকিউটিভ 2020 পরীক্ষায় বসল 80 শতাংশ পরীক্ষার্থী - wbcs 2020 preli exam

এবারে রেকর্ড পরীক্ষার্থী WBCS এগজ়িকিউটিভ 2020 পরীক্ষায় বসল ৷ রেকর্ড ভেঙে এবারে প্রায় 80 শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় বসেন ৷ আজ বেলা 12টা থেকে আড়াইটে পর্যন্ত পরীক্ষা হয়৷

record students   at wbcs 2020 preli exam
WBCS 2020 পরীক্ষায় রেকর্ড পরীক্ষার্থী

By

Published : Feb 9, 2020, 10:18 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি : আজ হয়ে গেল WBCS এগজ়িকিউটিভ 2020 পরীক্ষা ৷ বেলা 12টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত পরীক্ষা হয়৷ মোট 2 লাখ 10 হাজার 596 জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন৷ তার মধ্যে প্রায় 80 শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় বসেন৷

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোস জানিয়েছেন, ''প্রতি বছর যে সংখ্যক প্রার্থী আবেদন করেন তার মধ্যে পরীক্ষায় বসেন 50 থেকে 60 শতাংশ পরীক্ষার্থী৷ এই বছর সেই রেকর্ড ভেঙে প্রায় 80 শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন৷''

রাজ্যজুড়ে মোট 509টি পরীক্ষাকেন্দ্রে WBCS এগজ়িকিউটিভ 2020-র পরীক্ষা হয়েছে৷ সমস্ত জায়গায় নির্বিঘ্নেই পরীক্ষা হয়েছে বলে জানান পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ৷ তিনি জানান, "এখনও সব রিপোর্ট এসে পৌঁছায়নি। তবে, যতটা আমরা খবর পেয়েছি তাতে প্রায় 80 শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছেন। কোথাও কোনও অসুবিধার খবর নেই। আমি নিজেও প্রশ্ন দেখেছি। আমার মনে হয়েছে, যে সমস্ত প্রার্থী পরীক্ষা দিয়েছেন তাঁদের কোনও অসুবিধা হবে না।"

WBCS 2020 পরীক্ষায় রেকর্ড পরীক্ষার্থী

এবছরে পরীক্ষার্থীদের উপস্থিতির হার অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি৷ কিন্তু, কেন এই বছর উপস্থিতির হার এতটা বেড়ে গেল? এপ্রসঙ্গে কমিশনই বা কি মনে করছে? এবিষয়ে দেবাশিসবাবু জানান, "এই বছর 80 শতাংশ উপস্থিতিটা অনেক বেশি। অন্যান্য বছর আমাদের 50, 60, 65 শতাংশ পর্যন্ত উপস্থিতির হার থাকে৷ সেখানে 80 শতাংশ আসা মানে আমার মনে হয়, অনেক বেশি ছেলে-মেয়ে এবার পরীক্ষা দিতে আগ্রহী হয়েছেন। তাঁরা নিশ্চয়ই ভরসা পেয়েছেন PSC-র পরীক্ষা দিলে আমরা ভালো করতে পারব। এই জন্যই তাঁরা এসেছেন।"

পাশাপাশি তিনি জানান, এরপর থেকে প্রতিটি পরীক্ষা যেখানে ম্যাল্টিপল চয়েস ফরম্যাটে প্রশ্ন থাকবে৷ এমনকী উত্তরগুলো পরীক্ষার পরের দিনই ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়ার চেষ্টা করা হবে বলেও জানান দেবাশিসবাবু৷

সেক্ষেত্রে WBCS এগজ়িকিউটিভ 2020-র যে পরীক্ষা আজ হল তার উত্তর কি আগামীকালই প্রকাশ করে দেওয়া হবে? এপ্রসঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানান, " আমরা এখন থেকেই চেষ্টা করছি৷ যে পরীক্ষাগুলো ম্যাল্টিপল চয়েস প্রশ্নে হয় সেগুলোর উত্তর যেন আমরা পরবর্তী দিন জানিয়ে দিতে পারি, তার চেষ্টা করা হচ্ছে৷ তবে, সেটা সব ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে৷ তবে, আশা করা যাচ্ছে আমরা কালকেই WBCS-টা করে ফেলব৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details