কলকাতা, 4 নভেম্বর: ডেঙ্গি (Dengue) পরিস্থিতিকে ঘিরে ক্রমেই ঘনাচ্ছে চিন্তার কালো মেঘ । পুজোর পর পরিস্থিতি আরও ভয়ানক হয়েছে । তবে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ কলকাতার পজিটিভিটি রেট (Kolkata Dengue Positivity Rate) ।
বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের যে অভ্যন্তরীণ রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে চলতি বছরের জানুয়ারি থেকে গত 2 নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে মোট আক্রান্ত হয়েছেন 48 হাজার 57 জন । অন্যদিকে, গত এক সপ্তাহে নতুন করে সংক্রমিত হয়েছেন 5 হাজার 396 জন । স্বাস্থ্য আধিকারিকেরা জানাচ্ছেন, বিগত বছরগুলির মোট আক্রান্তের রেকর্ড ভেঙে গিয়েছে চলতি বছরে ৷
স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে রাজ্যে পজিটিভিটি রেট হল 12.7 শতাংশ । অর্থাৎ ডেঙ্গির উপসর্গ নিয়ে আসা প্রতি 100 জনের মধ্যে 12 জনেরও বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত । এর মধ্যে কলকাতায় ডেঙ্গির পজিটিভিটি রেট হল 24.8 শতাংশ । অর্থাৎ, কলকাতায় ডেঙ্গির উপসর্গ নিয়ে আসা 100 জনের মধ্যে প্রায় 25 জনই ডেঙ্গিতে আক্রান্ত ।