কলকাতা, 13 ফেব্রুয়ারি: 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবছর রেকর্ড 25 কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে রবিবারই জানিয়েছিল গিল্ড কর্তৃপক্ষ ৷ তবে এবার বিই বিক্রির নিরিখে রেকর্ড গড়েছে সিপিএম ৷ তাদের ছাত্র সংগঠন এসএফআই-এর মুখপত্র 'ছাত্রসংগ্রাম' পত্রিকার স্টল থেকে এবার 5 লাখ 8 হাজার 810 টাকার বই বিক্রি হয়েছে (SFI stall in kolkata book fair) ৷
সংগঠনটির নেতাদের দাবি, কলকাতা বইমেলায় অন্যান্য বারের তুলনায় তো বটেই, কালীপুজো, দুর্গাপুজোর মতো বিভিন্ন উৎসবে যে পরিমাণ বই বিক্রি হয়, তার থেকেও অনেক বেশি বই এবারের বইমেলাতে বিক্রি হয়েছে ৷ ছাত্রসংগ্রাম পত্রিকার সম্পাদক দীপ্তজিৎ বিশ্বাসের কথায়,"এসএফআই মুখপত্র ছাত্রসংগ্রাম পত্রিকার বয়স 57 বছর । আর কলকাতা বইমেলা 46 বছরের । তফাৎ 11 বছরের । রাজ্যে বাম সরকার প্রায় 11 বছর হল ক্ষমতায় নেই । তারপরও কলকাতা বইমেলায় এবার সব থেকে বেশি টাকায় বই বিক্রি করেছি আমরা । কারণ, নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা আমাদের স্টলমুখী হয়েছেন ।"
উল্লেখ্য, গত কয়েক বছরের মত এবারও বইমেলায় এসএফআই-এর মুখপত্র ছাত্রসংগ্রাম পত্রিকার স্টল ছিল । এবছর স্টল ছিল 9 নম্বর গেটের কাছে । স্টল নম্বর 516 । প্রথম দিন থেকেই এই স্টলে বহু পড়ুয়া ও অভিভাবকের ভিড় হয়েছে । প্রথম পাঁচ দিনেই প্রায় পৌনে দু-লাখ টাকার বই বিক্রি হয় । মেলা শেষে সেই টাকার অংক পাঁচ লাখ পেরিয়ে যায় । ছাত্রসংগ্রাম পত্রিকার সম্পাদক দীপ্তজিৎ বিশ্বাস বলেন,"এবছর 5 লাখ 8 হাজার 810 টাকার বই বিক্রি হয়েছে । যা গত বছরের তুলনায় প্রায় দেড় লাখ টাকা বেশি ।"