পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Red Road Accident: রেড রোডে বেপরোয়া গাড়ির ধাক্কায় ওলটালো ঘোড়ার গাড়ি, জখম এক শিশু-সহ 4 - ঘোড়ার গাড়ি

রেড রোডে বেপরোয়া গাড়ির ধাক্কায় উলটে গেল একটি ঘোড়া গাড়ি (Reckless Car Hit Horse Cart in Red Road) ৷ সেই সঙ্গে ঘোড়ার গাড়িতে থাকা যাত্রীরাও ছিটকে পড়েন রাস্তায় ৷ তাঁরা সকলেই আহত হয়েছেন ৷

Reckless Car Hit Horse Cart in Red Road   ETV BHARAT
রেড রোডে দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত ঘোড়ার গাড়ি ও ঘাতক গাড়ি

By

Published : Dec 21, 2022, 4:11 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর: ফের রেড রোডে বেপরোয়া গাড়ির ধাক্কা (Red Road Accident) ৷ একটি ঘোড়ার গাড়িতে পিছন থেকে ধাক্কা মারল বেপরোয়া গতিতে আসা কালো রঙের হ্যাচব্যাক গাড়ি (Reckless Car Hits Horse Cart in Red Road) ৷ যার জেরে ঘোড়ার গাড়িটি উলটে যায় ৷ ঘটনায় ঘোড়ার গাড়িতে থাকা এক শিশু এবং 3 মহিলা গুরুতর জখম হয়েছেন ৷ একজনের মাথা ফেটে গিয়েছে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে ৷ জানা গিয়েছে, ঘোড়ার গাড়িতে সওয়ার যাত্রীরা ওড়িশার সম্বলপুর থেকে কলকাতায় ঘুরতে এসেছেন ৷

এদিন সকালে ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial) দেখার পর, সেখান থেকেই ঘোড়া গাড়ি ভাড়া করে শহর দেখতে বেরন ওড়িশার সম্বলপুরের বাসিন্দা ওই পর্যটকদের দল ৷ ঘোড়ার গাড়িটি রেড রোডে ওঠার পরেই একটি গাড়ি পিছন দিক থেকে এসে ধাক্কা মারে ৷ যার অভিঘাত এতটাই ছিল যে, ঘোড়ার গাড়িটি উলটে যায় ও তার চাকাও খুলে যায় ৷ তৎক্ষণাৎ ঘোড়ার গাড়িতে সওয়ার যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন ৷ ঘটনায় এক শিশুর পাশাপাশি 3 জন মহিলা আহত হয়েছেন ৷ তাঁদের সবাইকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷

খবর পেয়ে কাছেই থাকা সাউথ ট্রাফিক গার্ডের সার্জেন্টরা ঘটনাস্থলে পৌঁছান ৷ পরে ময়দান থানা থেকে একটি দল ঘটনাস্থলে যায় ৷ ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ ৷ আটক করা হয়েছে গাড়ির চালককেও ৷ কীভাবে এই ঘটনাটি ঘটেছে, তা জানতে দুর্ঘটনাস্থলের ট্রাফিক সিগন্যালে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ৷ ঘোড়ার গাড়ির চালককেও আটক করা হয়েছে ৷

আরও পড়ুন:রাস্তায় ইট দিয়ে মাথা থেঁতলে স্ত্রীকে খুন মানসিক ভারসাম্যহীনের

তবে, ঘোড়ার গাড়ির চালক অভিযোগ করেছেন, ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিক থেকে রেড রোডে ওঠার সময় তাঁর ঘোড়ার গাড়িতে পিছন থেকে ধাক্কা মেরেছে চারচাকার ওই গাড়িটি ৷ পিছন থেকে আসা গাড়িটি হর্ন দেয়নি বলে অভিযোগ করেছেন তিনি ৷ এমনকি তাঁর ঘোড়ার গাড়ি রাস্তার যথেষ্ট ধার দিয়ে যাচ্ছিল বলে দাবি করেছেন চালক ৷ তবে, ময়দান থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details