কলকাতা, 21 ডিসেম্বর: ফের রেড রোডে বেপরোয়া গাড়ির ধাক্কা (Red Road Accident) ৷ একটি ঘোড়ার গাড়িতে পিছন থেকে ধাক্কা মারল বেপরোয়া গতিতে আসা কালো রঙের হ্যাচব্যাক গাড়ি (Reckless Car Hits Horse Cart in Red Road) ৷ যার জেরে ঘোড়ার গাড়িটি উলটে যায় ৷ ঘটনায় ঘোড়ার গাড়িতে থাকা এক শিশু এবং 3 মহিলা গুরুতর জখম হয়েছেন ৷ একজনের মাথা ফেটে গিয়েছে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে ৷ জানা গিয়েছে, ঘোড়ার গাড়িতে সওয়ার যাত্রীরা ওড়িশার সম্বলপুর থেকে কলকাতায় ঘুরতে এসেছেন ৷
এদিন সকালে ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial) দেখার পর, সেখান থেকেই ঘোড়া গাড়ি ভাড়া করে শহর দেখতে বেরন ওড়িশার সম্বলপুরের বাসিন্দা ওই পর্যটকদের দল ৷ ঘোড়ার গাড়িটি রেড রোডে ওঠার পরেই একটি গাড়ি পিছন দিক থেকে এসে ধাক্কা মারে ৷ যার অভিঘাত এতটাই ছিল যে, ঘোড়ার গাড়িটি উলটে যায় ও তার চাকাও খুলে যায় ৷ তৎক্ষণাৎ ঘোড়ার গাড়িতে সওয়ার যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন ৷ ঘটনায় এক শিশুর পাশাপাশি 3 জন মহিলা আহত হয়েছেন ৷ তাঁদের সবাইকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷