পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা সন্দেহে আইসোলেশনে কলকাতা বিমানবন্দরের রিসেপশনিস্ট

COVID-19-এ আক্রান্ত বিভিন্ন দেশ থেকে আগত মানুষের স্বাস্থ্য পরীক্ষা কলকাতা বিমানবন্দরের যে জায়গায় করা হত সেখানকার রিসেপশনিস্টকে এবার কোরোনা সন্দেহে ভরতি করা হল আইসোলেশন ওয়ার্ডে ।

Corona
কোরোনা

By

Published : Mar 11, 2020, 5:18 AM IST

কলকাতা, 11 মার্চ : নভেল কোরোনা ভাইরাস (COVID-19)-এর সংক্রমণ সন্দেহে কলকাতা বিমানবন্দরের এক মহিলা রিসেপশনিস্টকে গতকাল ভরতি করানো হল কলকাতার ইনফেকশাস ডিজ়িসেস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, COVID-19-এ আক্রান্ত বিভিন্ন দেশ থেকে আগত মানুষের স্বাস্থ্য পরীক্ষা কলকাতা বিমানবন্দরের যে জায়গায় করা হত সেখানকার রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন ওই মহিলা । সর্দি ও গলা ব্যথার সমস্যা দেখা দেওয়ায় গতকাল এই মধ্যবয়স্ক মহিলাকে কলকাতা বিমানবন্দর থেকে পাঠিয়ে দেওয়া হয় বেলেঘাটা জেনেরাল হাসপাতালে ।

একইসঙ্গে এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ইরান ফেরত তিনজনকেও ভরতি করানো হয়েছে । তারা কর্মসূত্রে ইরানে গিয়েছিলেন । তাদের মধ্যে একজন মহিলা । শেষ খবর পাওয়া পর্যন্ত, এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কোরোনা সন্দেহে ছয় জনের চিকিৎসা চলছে ।

অন্যদিকে কোরোনা সন্দেহে বেলেঘাটা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক মধ্যবয়স্ক ব্যক্তির চিকিৎসা চলছিল । তাঁর সোয়াব রিপোর্টে কোরোনা নেগেটিভ এসেছে । তবে, তিনি সোয়াইন ফ্লু-তে আক্রান্ত বলে রিপোর্টে জানা গেছে । হাসপাতাল সূত্রে খবর, এই ব্যক্তি মুর্শিদাবাদের বাসিন্দা । সৌদি আরবে তিনি কাজে গিয়েছিলেন । সোয়াইন ফ্লু-তে আক্রান্ত আরও এক মধ্যবয়স্ক ব্যক্তিরও চিকিৎসা চলছে বেলেঘাটা হাসপাতালে । অন্যদিকে সোমবার সর্দি-কাশির সমস্যা নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভরতি হওয়া যুবতির রিপোর্টেও কোরোনা ভাইরাস মেলেনি । তিনি হানিমুনে সিঙ্গাপুর গিয়েছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details