কলকাতা, 14 সেপ্টেম্বর : ভারতীয় সেনার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছে সে । বিভিন্ন জঙ্গিদমন অভিযানে অংশ নিয়েছে । খুঁজে বের করেছে বিস্ফোরক । প্রাণ বাঁচিয়েছে বহু মানুষের । সেই চারপেয় "ডাচ" আজ মারা গেল । বয়স হয়েছিল 9 বছর । ডাচের মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন করেন সেনার ইস্টার্ন কমান্ডের জওয়ানরা । সেই ছবি আজ টুইটারে পোস্ট করা হয় সেনার তরফে । সেখানে ডাচকে "দেশের জন্য সমর্পিত প্রকৃত হিরো" বলে আখ্যা দেওয়া হয় ।
"দেশের হিরো", ডাচের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় সেনা - fort william
বিভিন্ন জঙ্গিদমন অভিযানে অংশ নিয়েছে । খুঁজে বের করেছে বিস্ফোরক । প্রাণ বাঁচিয়েছে বহু মানুষের । সেই চারপেয় "ডাচ" আজ মারা গেল । বয়স হয়েছিল 9 বছর । ডাচের মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন করেন সেনার ইস্টার্ন কমান্ডের জওয়ানরা ।
!["দেশের হিরো", ডাচের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় সেনা](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4440104-thumbnail-3x2-dutch.jpg)
"দেশের হিরো", ডাচের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় সেনা
সেনার এই পোস্টের প্রসংশায় পঞ্চমুখ সোশাল মিডিয়া ব্যবহারকারীরা । সেনাকে তাদের এই সম্মান প্রদর্শন নিয়ে কুর্নিশ জানিয়ে নেটিজ়েনদের বক্তব্য, এটি একটি দুঃখের পোস্ট । তবে বলতে বাধ্য হচ্ছি যে এই পোস্টটি অসাধারণ । সেনা জওয়ানদের পাশাপাশি এই চারপেয়েকে সমান সম্মান জানানোর বিষয়টি খুব ভালো । প্রাপ্যদের উপযুক্ত সম্মান দেওয়া উচিত ।
প্রসঙ্গত, সেনার 7টি কমান্ডের মধ্যে অন্যতম কলকাতার ফোর্ট উইলিয়ামে অবস্থিত ইস্টার্ন কমান্ড ।
Last Updated : Sep 14, 2019, 8:59 PM IST