কলকাতা, 31 অক্টোবর:বর্ষার মতো শীতের আগমনের নির্ঘণ্ট নেই (Weather Update)। হাওয়া অফিসের আবহবিদরা বলছেন, নভেম্বরের গোড়ায় শীত হাজির হবে না। কারণ, উত্তরের হাওয়া থিতু হতে না হতেই ডিসেম্বর চলে আসবে। গত কয়েকদিন ধরেই জলীয় বাষ্প ভরা বাতাস উত্তর পূর্ব দিক থেকে প্রবেশ করছিল । সেই বাতাস থেমে যেতেই শুক্রবার উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক ঠান্ডা বাতাস প্রবেশ করেছে (Weather Report)।
তারই ফল, পারদে পতন পরিলক্ষিত হচ্ছে। বাতাসে হিমের পরশে বর্ষা এবং শীতের মাঝে হেমন্তের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, এই সময় উত্তর ভারতে ভূমধ্যসাগরীয় এলাকা থেকে ভারী শীতল বাতাস বয়ে আসে, যা পশ্চিমী ঝঞ্ঝা (Western Storm) নামে পরিচিত। যার জেরে হিমালয়ে বৃষ্টি এবং তুষারপাত হয়। আর তার জেরেই পারদের এই ওঠা নামার মধ্যে তাই আশ্চর্যের কিছু নেই।