পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: জগদ্ধাত্রী পুজোতে বৃষ্টির পূর্বাভাস নেই, পারদ পড়লেও শীত দূরেই - read the west bengal weather update today

বঙ্গের বাতাসে ঠান্ডার ভাব বাড়ছে (Weather Update for today)। ইতিমধ্যেই যে উত্তরের বাতাসে ভর দিয়ে এপার বাংলা ঘূর্ণিঝড় সিত্রাং এড়িয়েছিল, সেই বাতাসের হাত ধরেই ঠান্ডার শিরশিরানি অনুভূত হচ্ছে (Weather Forecast)। ইতিমধ্যেই 29 অক্টোবরে পারদ পতন এক দশকের রেকর্ড ভেঙেছে।

West Bengal Weather Update
পারদ পড়লেও শীত বিলম্বেই

By

Published : Oct 31, 2022, 6:54 AM IST

কলকাতা, 31 অক্টোবর:বর্ষার মতো শীতের আগমনের নির্ঘণ্ট নেই (Weather Update)। হাওয়া অফিসের আবহবিদরা বলছেন, নভেম্বরের গোড়ায় শীত হাজির হবে না। কারণ, উত্তরের হাওয়া থিতু হতে না হতেই ডিসেম্বর চলে আসবে। গত কয়েকদিন ধরেই জলীয় বাষ্প ভরা বাতাস উত্তর পূর্ব দিক থেকে প্রবেশ করছিল । সেই বাতাস থেমে যেতেই শুক্রবার উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক ঠান্ডা বাতাস প্রবেশ করেছে (Weather Report)।

তারই ফল, পারদে পতন পরিলক্ষিত হচ্ছে। বাতাসে হিমের পরশে বর্ষা এবং শীতের মাঝে হেমন্তের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, এই সময় উত্তর ভারতে ভূমধ্যসাগরীয় এলাকা থেকে ভারী শীতল বাতাস বয়ে আসে, যা পশ্চিমী ঝঞ্ঝা (Western Storm) নামে পরিচিত। যার জেরে হিমালয়ে বৃষ্টি এবং তুষারপাত হয়। আর তার জেরেই পারদের এই ওঠা নামার মধ্যে তাই আশ্চর্যের কিছু নেই।

উত্তরের হাওয়ার দাপটে পারদ নেমেছে। আবার তা মাথাচাড়া দিতে পারে। নতুন সপ্তাহে রাতের তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রিতে নামতে পারে। তবে পারদের এই ওঠানামায় শীতের আগমনীর কোনও ভূমিকা নেই। আপাতত 4 নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে ছট পেরিয়ে জগদ্ধাত্রী পুজোতেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন:ব্যবসায়িক অংশীদারেরা আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন, পরামর্শ দিচ্ছে রাশিফল

রবিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.4 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 93 শতাংশ। সোমবার আকাশ রৌদ্রজ্বল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

ABOUT THE AUTHOR

...view details