কলকাতা, 20 নভেম্বর: সকালে ঘুম ভাঙলেই জানালায় কুয়াশার পরশ ৷ বাইরে বেরোলেই নিতে হচ্ছে হালকা চাদর ৷ প্রকৃতির চারপাশে ঋতু পরিবর্তনের পালা ৷ এবার শীত আসছে ৷ জানাল আলিপুর আবহাওয়া দফতরও ৷ নতুন সপ্তাহেই শীতের আমেজ টের পাবে বঙ্গবাসী। প্রথমে নিম্নচাপ পরে ঘূর্ণিঝড় মিধিলির পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গে হেমন্তের পরিচিত আবহে সামান্য বদল ঘটেছিল। রোদ ঝলমলে আকাশ, বাতাসে হিমের পরশ, ত্বকে শুষ্ক টানের অনুভূতি- সবকিছুই আচমকা থমকে গিয়েছিল। তবে হাওয়া অফিস বলছে, মঙ্গলবার থেকে উত্তুরে হাওয়া ফের ঢুকতে শুরু করবে রাজ্যে। ফলে হারিয়ে যাওয়া ঠাণ্ডার শিরশিরানি আবারও ফিরতে চলেছে।
আগামী পাঁচ দিনের যে পূর্বাভাস দক্ষিনবঙ্গের জন্য হাওয়া অফিস দিয়েছে তাতে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমার কথা বলা হয়েছে। ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। জেলা শহরগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসেরও কম থাকছে। ফলে সেখানেও ঠাণ্ডার শিরশিরানি বেশ ভালো মত অনুভূত হচ্ছে। নতুন সপ্তাহে মিধিলি দুর্যোগ কাঁটা কেটে যাওয়ায় শীতের আগমনী বাজতে শুরু করবে।
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আগামী পাঁচদিন শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত কমবে। ফলে সেখানেও শীতের আগমনী ভালোমত অনুভূত হবে। রবিবার কলকাতা এবং তৎ পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98 শতাংশ। সোমবার দিনের আকাশ রৌদ্রজ্বল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 21 ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।