পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: বঙ্গে বজায় থাকবে শীতের মারকাটারি ইনিংস, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই - West Bengal Weather Report

বিগত কয়েক দিন ধরেই বঙ্গে শীত তার প্রভাব ফেলছে ৷ দিনভর কনকনে উত্তুরে হাওয়ার কারণে রোদের তাপ যেন গায়েই লাগছে না। হাওয়া অফিস জানিয়েছে, এখনই কমছে না পশ্চিমবঙ্গের তাপমাত্রা। আরও কয়েক দিন তাপামাত্রা থাকবে নীচের দিকেই। তবে কলকাতার তাপমাত্রা 10 ডিগ্রির নীচে আর নামবে না। ফলে জাঁকিয়ে পড়া শীত উপভোগ করতে পারবেন মানুষ। হাওয়া অফিস এও জানিয়েছে, আগামী পাঁচ দিন রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই (West Bengal Weather Forecast)।

West Bengal Weather Update
বঙ্গে শীত

By

Published : Jan 7, 2023, 6:56 AM IST

Updated : Jan 7, 2023, 7:25 AM IST

বজায় থাকবে শীতের মারকাটারি ইনিংস, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

কলকাতা, 7 জানুয়ারি: নতুন বছরের শুরুতে শীত মারকাটারি ব্যাটিং করছে। বিদায়ী বছরের শেষের দিকে ঠান্ডার কামড় সেভাবে পাওয়া যায়নি। নতুন বছরের প্রথম দিনেও ঠান্ডা সেভাবে মেলেনি। কিন্তু একটু দেরিতে হলেও ঠান্ডা এবার তার দাপট দেখাচ্ছে। গত আটচল্লিশ ঘণ্টায় পারদ পতন হচ্ছে দ্রুত। শুক্রবার ছিল এ মরশুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির ঘরে ঢুকে পড়েছিল (West Bengal Weather Update)।

পরিসংখ্যান বলছে, 2018 সালে কলকাতায় পারদ নেমেছিল 10.5 ডিগ্রি সেলসিয়াস। গত পাঁচবছরে দ্বিতীয়বার এই নিয়ে পারদ 10 ডিগ্রির ঘরে প্রবেশ করল। আলিপুর আবহাওয়া দফতর বলছে 10 ডিগ্রির নীচে পারদ নামার সম্ভাবনা নেই। হাওয়া অফিসের অধিকর্তা গণেশ চন্দ্র দাস বলছেন, "এই মুহূর্তে রাজ্যে স্বাভাবিক তাপমাত্রার থেকে তিন থেকে চার ডিগ্রি কম চলছে। আগামী দু'দিন অর্থাৎ আজ এবং আগামিকাল এই অবস্থা বজায় থাকবে। গত 24 ঘণ্টায় সবচেয়ে কম তাপমাত্রা পুরুলিয়ায় ছিল ৷ পুরুলিয়ায় গতকাল তাপমাত্রা ছিল 6.4 ডিগ্রি সেলসিয়াস।"

তিনি আরও জানিয়েছেন, কলকাতাতে 10.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রির নীচে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। আজও কলকাতায় তাপমাত্রা কম থাকবে। উত্তর-পশ্চিমের শীতল বাতাস অবাধে বঙ্গে প্রবেশ করছে। শুধু বাংলা নয়, উত্তর প্রদেশ, বিহার সব জায়গাতেই শীতের দাপট চলছে। আগামী পাঁচ দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে 1-2 ডিগ্রি বাড়বে। কিন্তু রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না ৷ 11-12 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।

আরও পড়ুন:আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন কোন কোন রাশি, জানুন রাশিফলে

আগামী ছয় থেকে সাত দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমই থাকবে। কলকাতার তাপমাত্রা 10 ডিগ্রির নীচে আর নামবে না। এরপর থেকে ধীরে ধীরে বাড়বে কিন্তু ঠান্ডা বজায় থাকবে।" শনিবার অর্থাৎ আজও ঠান্ডা জাঁকিয়েই থাকবে। ভোরের হালকা কুয়াশা সরে গেলে দিন রৌদ্রজ্বল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 এবং 11 ডিগ্রির আশেপাশে থাকবে (Read Detail Forecast of Weather Update)।

Last Updated : Jan 7, 2023, 7:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details