পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sovans Reaction on Baishakhis Divorce : যেখানে বুক দেখাই সেখানে পিঠ দেখাই না, বৈশাখীর বিবাহ বিচ্ছেদে শোভনের প্রতিক্রিয়া - শোভন বৈশাখী

বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ (Sovans Reaction on Baishakhis Divorce) ৷ উপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায় ৷ বান্ধবীর পর এবার তিনিও অপেক্ষায় তাঁর বিবাহ বিচ্ছেদের ৷ এমনটাই জানালেন তিনি ৷

sovan baishakhi
শোভন বৈশাখী

By

Published : Apr 6, 2022, 8:43 PM IST

কলকাতা, 6 এপ্রিল :বৈশাখী ও মনোজিতের বিবাহ বিচ্ছেদের মামলা শেষ হল । মনোজিতের সঙ্গে বুধবার আইনত বৈবাহিক সম্পর্কে ইতি টানলেন বৈশাখী । এদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের রায়দানের সময় আদালতে বিচারকের এজলাসে উপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায় (Reactions of Sovan Chatterjee on the Divorce of Baishakhi Banerjee) ।

আদালতের বাইরে এসে প্রথম প্রতিক্রিয়াতেই শোভন জানান, দায়িত্ব নিতে ও দায়িত্বশীল হতে কখনই পিছপা হইনি ৷ যাকে বুক দেখাই তাকে পিঠ দেখাই না । তিনিও তাঁর বিবাহ বিচ্ছেদের মামলার রায় পাওয়ার অপেক্ষা করছেন । অনেকটাই স্বস্তির মধ্যে এলেন বান্ধবী বৈশাখী । এতদিন পরে বৈশাখী মুক্তির স্বাদ পেলেন বলেই দাবি করেন তিনি । এর মধ্যে চার বছর ধরে যে কটু কথা ও চক্রান্ত চলছিল তার সাক্ষী তিনি নিজে বলেই দাবি করেন শোভন ।

শোভন-বৈশাখীর কাশ্মীর চিত্র

আরও পড়ুন :Baisakhi Banerjee : 17 বছরের সম্পর্কে ইতি, কেন বিচ্ছেদের সিদ্ধান্ত ? অকপট বৈশাখী

পাশাপাশি বৈশাখীও এদিন দাবি করেন তাঁরা উভয়েই যৌথভাবে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন জানিয়েছিলেন । বুধবার তার শেষ শুনানি ছিল । শুনানি শেষে তার সঙ্গে কথা বলে তাঁদের বিচ্ছেদের আবেদন মঞ্জুর করেছেন । পাশাপাশি তাঁদের কন্যা সন্তানের জন্য আদালত মাসিক অর্থের ব্যবস্থা রেখেছেন । তবে বৈশাখী দাবি করেন তার আর্থিক সঙ্গতি রয়েছে । তিনি সন্তান প্রতিপালন করতে সক্ষম । তবু আদালত বিষয়টিকে এর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন বলেই বৈশাখী জানান ।

তুষারস্নাত ভূস্বর্গে যুগলে

উল্লেখ্য, গত বছর আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করে বৈশাখী ও মনোজিত । এরপর থেকে শোভন ও বৈশাখীর সম্পর্ক নিয়ে বিস্তর জল ঘোলা হলেও সম্প্রতি দুজনে বৈশাখীর সন্তানকে নিয়ে কাশ্মীর ঘুরে আসেন । সেখানে অনেক ছবিও নিজেদের ফেসবুক প্রোফাইলে আপলোড করেন । যা নিয়ে বাহবা কুড়িয়েছেন দু'জনেই ।

মেয়েকে সঙ্গে নিয়ে বৈশাখী

আরও পড়ুন :Sovan-Baishakhi : উমার বিসর্জনে সিঁথিতে সিঁদুর দিয়ে বৈশাখী আবাহন শোভনের

ABOUT THE AUTHOR

...view details