কলকাতা , 3 নভেম্বর : অসামাজিক কাজে বাধা দিতে গিয়ে জীবনতলার তিন তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি । এই ঘটনায় নাম না করে BJP-র দিকে আঙুল তুললেন তৃণমূল কংগ্রেস নেতা তাপস রায় । যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP ৷ অন্যদিকে , তৃণমূলের নিজেদের মধ্যে সংঘাত বলে উল্লেখ করলেন CPI(M) নেতা রবীন দেব ।
জীবনতলায় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা । ঘটনায় তিন তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন । তাঁদের কলকাতার হাসপাতালে ভরতি করা হয়েছে । পুলিশ সূত্রে খবর, গতকাল স্থানীয় একটি বাড়িতে দুষ্কৃতীরা আশ্রয় নিয়েছে বলে খোঁজ পান তৃণমূল কর্মী কুতুবউদ্দিন শেখ, মোসলেম আলি মোল্লা, আলমগির গাজি । রাত আটটা নাগাদ গ্রামবাসীকে নিয়ে সেখানে যান তাঁরা । সেখানে কাউকে দেখতে না পেয়ে একটি মাছের ভেড়ির দিকে রওনা দেন তৃণমূল কর্মীরা । সেইসময় তাঁদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ।
এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে ৷ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাপস রায় নাম না করে BJP-র দিকে আঙুল তোলেন । এই প্রসঙ্গে তিনি বলেন, "এইভাবে একটি রাজনৈতিক দল অস্বাভাবিক কাজকর্মে লিপ্ত । বাংলায় বিভিন্নভাবে নৈরাজ্য সৃষ্টি করা ও অশান্তি সৃষ্টি করার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত করে আসছে । বাংলাতে সমস্যা তৈরি করার জন্য করছে ৷ এটা তারই একটা ফল । বিভিন্ন জায়গায় তথা সারারাজ্য জুড়ে এই ধরনের অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে । যারা গুন্ডা, বদমাইশ বা অসামাজিক কাজকর্মে লিপ্ত তাদের দিয়ে প্রত্যক্ষ-পরোক্ষভাবে এসব করাচ্ছে ।"