পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এখানকার BJP নেতারা কিছুই পারছেন না, তাই অমিত শাহ বাধ্য হয়ে বলছেন : তীব্র কটাক্ষ সাধনের - Amit Shah virtual rally

অমিত শাহর অনলাইন জনসম্পর্ক সভাকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের নেতা সাধন পান্ডে ৷

TMC leader Sadhan Pandey
তৃণমূল নেতা সাধন পান্ডে

By

Published : Jun 9, 2020, 9:52 PM IST

কলকাতা, 9 জুন : "এখানকার BJP নেতারা বলছে, আমরা কিছু পারছি না, আপনি বলুন । তাই বাধ্য হয়ে অমিত শাহ বলছেন ।" রাজ্যে BJP নেতা কর্মীদের সঙ্গে অমিত শাহর অনলাইন জনসম্পর্ক সভাকে ঠিক এভাবেই কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সাধন পান্ডে । তিনি বলেন,"আসলে রাজ্য BJP-র একটা দিল্লির ডোজ দরকার । দিল্লির ডোজ পেলে ওরা নড়েচড়ে বসবে ।"

পশ্চিমবঙ্গের BJP কর্মী, সমর্থক ও কার্যকর্তাদের সঙ্গে প্রথম অনলাইন জনসম্পর্ক সভাতে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন অমিত শাহ । তিনি বলেন, "কোরোনা এক্সপ্রেস হবে আপনার প্রস্থানের পথ।"

দলনেত্রীকে হুশিয়ারি দেওয়া নিয়ে ছেড়ে কথা বলেননি সাধন পাণ্ডে । তিনি রাজ‍্য BJP এবং অমিত শাহর উদ্দেশ্যে রীতিমতো কটাক্ষের সুরে বলেন, "অনেক কথা বলছেন । বলতে বাধ্য হচ্ছেন । এখানকার BJP নেতারা বলছেন আমরা পারছি না । আপনি কিছু বলুন । আপনার বলার ওপরে আন্দোলন কিছুদিন করতে পারব । আসলে ওদের একটা দিল্লির ডোজ দরকার প্রতিদিন । দিল্লির একটা ডোজ পেলে নড়েচড়ে বসবে । অমিত শাহ বললেন ভিডিয়ো কলে বলে দিলাম এখন দুমাস সন্তুষ্ট থাকো এটা নিয়ে ।"

দেখুন ভিডিয়ো

BJP সহ বিরোধী দলের নেতাদের উদ্দেশ্যে সাধন পান্ডের আহ্বান, "আমি রাজনীতিক নেতা হিসেবে BJP, CPIM ও কংগ্রেসকে অনুরোধ করছি এখন এসব করবেন না । এখন মানুষের দুর্দশা । বাংলা মায়ের কান্না । সরকারকে সাহায্য করুন ।"

ABOUT THE AUTHOR

...view details