কলকাতা, 16 মে : কয়লা উত্তোলন বেসরকারিকরণ হলে দেশের ক্ষতি হবে বলে মনে করছেন তৃণমূল সাংসদ সৌগত রায় । আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের চতুর্থ দফায় আর্থিক প্যাকেজ ঘোষণায় কয়লা উত্তোলনে বেসরকারি সংস্থাকে ছাড় দেওয়ার কথা বলেছেন । কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ঘোষণার সঙ্গে সহমত নন বলে জানান সৌগত রায় ।
কয়লা উত্তোলন বেসরকারিকরণ হলে দেশের ক্ষতি হবে, প্রতিক্রিয়া সৌগতর - সৌগত রায়
আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের চতুর্থ দফায় আর্থিক প্যাকেজ ঘোষণায় কয়লা উত্তোলনে বেসরকারি সংস্থাকে ছাড় দেওয়ার কথা বলেছেন । কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ঘোষণার সঙ্গে সহমত নন সৌগত রায় । বলেন, "আমি বুঝতে পারছি না এই ঘোষণার সঙ্গে কোরোনা সংক্রান্ত সমস্যার কী সম্পর্ক রয়েছে ।"
এতদিন যাবৎ কয়লা উত্তোলনের ক্ষেত্রে সরকারের ছিল একচেটিয়া আধিপত্য । আজ অর্থমন্ত্রীর ঘোষণার ফলে প্রত্যাহার করা হচ্ছে সরকারি আধিপত্য । কেন্দ্রীয় অর্থমন্ত্রী বেসরকারি সংস্থাকেও কয়লা উত্তোলনের জন্য ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন । এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, "নতুন করে 500টি কয়লা ব্লকে বেসরকারি উত্তোলনের ছাড়পত্র দেওয়া হচ্ছে । প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনেও মেক ইন ইন্ডিয়া নীতি নেওয়া হচ্ছে ।
পাশাপাশি তিনি এটাও জানিয়ে দিয়েছেন কয়লা উত্তোলনে বেসরকারি সংস্থাকে ছাড় দিলেও তবে বেসরকারিকরণ করা হচ্ছে না । এ প্রসঙ্গে সৌগত রায় বলেন, "আমি বুঝতে পারছি না এই ঘোষণার সঙ্গে কোরোনা সংক্রান্ত সমস্যার কী সম্পর্ক রয়েছে । কয়লা উত্তোলনে বেসরকারি সংস্থাকে ছাড় দেওয়ার কথা বলছেন, আমার মনে হয় এটা ঠিক নয় । এক্ষেত্রে কয়লা উত্তোলন বেসরকারিকরণ হলে দেশের ক্ষতি হবে ।"