পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে নিজের ওয়ার্ডে পা রাখেননি শোভন, ক্ষোভ রত্নার - reaction of Ratna Chatterjee

এলাকার কাউন্সিলর হিসেবে এই মহামারীর সময় যাঁর প্রকৃত পরিষেবা দেওয়ার কথা ছিল, তিনি এদিকে ফিরেও তাকাচ্ছেন না । লকডাউনে নিজের ওয়ার্ডে একবারের জন্যও না আসায় শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন রত্না চট্টোপাধ্যায় ৷

রত্না চট্টোপাধ্যায়
রত্না চট্টোপাধ্যায়

By

Published : Apr 22, 2020, 10:59 PM IST

কলকাতা, 22 এপ্রিল : লকডাউন চলাকালীন একবারের জন্যও নিজের 131 নম্বর ওয়ার্ডে পা রাখেননি স্থানীয় কাউন্সিলর শোভন চট্টোপাধ্যায় ৷ এলাকার দুস্থ মানুষের পাশে দাঁড়াননি তিনি ৷ আজ এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায় ৷ পাশাপাশি তিনি জানান, শোভন না এলেও এলাকার আর্ত মানুষকে ভালো রাখার জন্য নিজেই বুথ ধরে ধরে পরিষেবা দিয়ে যাচ্ছেন ৷ একটা মুহূর্তের জন্যও এলাকার মানুষকে বুঝতে দেননি কাউন্সিলর না থাকার অভাব ৷

শোভনের উদ্দেশ্যে রত্না চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন, "এলাকার কাউন্সিলর হিসেবে এই মহামারীর সময় যাঁর প্রকৃত পরিষেবা দেওয়ার কথা ছিল, তিনি এদিকে ফিরেও তাকাচ্ছেন না । লকডাউন জারি হওয়ার পর থেকে গোলপার্কের আবাসনের ন'তলা থেকে একটিবারের জন্যও নিচে নামেননি তিনি ।"

লকডাউনের কারণে অসহায় অবস্থার মধ্যে পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষ । এই অবস্থায় তাদের ত্রাণ দিতে মাঠে নেমে পড়েছেন জনপ্রতিনিধিরা । শহর থেকে শহরতলির সর্বত্রই চলছে ত্রাণ বিলির কাজ । শোভন চট্টোপাধ্যায়ের ওয়ার্ড বলেই পরিচিত বেহালা পূর্ব বিধানসভার অন্তর্গত কলকাতা পৌরনিগমের 131 নম্বর ওয়ার্ড ৷ সেখানেও চলছে একইরকমভাবে ত্রাণ বিলির কাজ । তবে এই কাজ চলছে শোভন চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতেই ।

ব‍্যক্তিগত উদ‍্যোগ নিয়ে দিনভর ত্রাণ বণ্টনের কাজ করে চলেছেন শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায় । এলাকার দুস্থ মানুষের বাড়িতে বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন তিনি । কখনও থাকছে ভাত, সবজি, ডাল, ডিম ৷ আবার কখনও বা থাকছে খিচুড়ি, বেগুন ভাজা ও আলুর দম । শুধুমাত্র খাবার নয়, সাবান, স‍্যানিটাইজ়ার, মাস্ক-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন নিজেই ।

এলাকায় রয়েছেন বিহার, ওড়িশা থেকে আসা বহু অভিবাসী শ্রমিক । তাঁরাও বঞ্চিত হচ্ছেন না সর্বিক সাহায্য পাওয়া থেকে । রত্নাকে এই কাজে সাহায্য করছেন তাঁর বাবা অর্থাৎ মহেশতলা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাস । ইতিমধ‍্যেই তিন হাজার কেজি চাল ত্রাণ দিয়েছেন তিনি । তবে তাঁর দল তৃণমূলের তরফে নয়, একদম ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য নিয়েই এলাকার দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন বলেই জানালেন রত্না ।

ABOUT THE AUTHOR

...view details