পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে একটা দল কোরোনার সঙ্গে লড়াই করছে না, BJP-কে আক্রমণ ডেরেকের - Corona infection

রাজ্য সরকারের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগের আজ উত্তর দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷ পাশাপাশি কোরোনা নিয়ে BJP রাজনীতি করছে বলে অভিযোগ তোলেন তিনি ৷

ডেরেক
ডেরেক

By

Published : Apr 18, 2020, 12:08 AM IST

কলকাতা, 17 এপ্রিল : কোরোনা নিয়ে বারবার রাজ্য সরকারের সমালোচনা করেছে বিরোধী দলগুলি ৷ এবার তাদের জবাব দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ কার্যত, সাতটি পয়েন্ট তুলে ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগের উত্তর দিলেন তিনি ৷ পাশাপাশি নাম না করে BJP-র বিরুদ্ধে কোরোনা নিয়েও রাজনীতি করার অভিযোগ তুললেন তিনি ৷

বিরোধীরা বরাবরই অভিযোগ করছে, রাজ্যে পর্যাপ্ত কিট থাকলেও কোরোনা পরীক্ষার সংখ্যা কম ৷ কোরোনায় আক্রান্ত ও মৃত্যুর তথ্যও রাজ্য সরকার গোপন করছে বলেও অভিযোগ তুলছে বিরোধীরা ৷ বিশেষ করে BJP-র রাজ্য সভাপতি রীতিমতো আক্রমণ করেছেন এই বিষয়ে ৷ আজ সেই সমস্ত অভিযোগের উত্তর দিলেন ডেরেক ৷

একটি ভিডিয়ো বার্তায় আজ তিনি বলেন, "রাজ্য নিজের থেকে টেস্টিং কিট অর্ডার করতে পারে না । শুধুমাত্র কেন্দ্র অর্থাৎ ICMR পারে । বিদেশ থেকে 44 লাখ টেস্টিং কিট কেন্দ্র অর্ডার করেছিল ৷ তার মধ্যে মাত্র কয়েকটা কিট এসেছে । মার্চ মাসের শেষে পশ্চিমবঙ্গ পেয়েছিল মাত্র 40টা কিট । যে রাজ্যে সংক্রামক বেশি ছিল, ICMR সেই রাজ্যে বেশি কিট পাঠাচ্ছিল । সেই তালিকায় পশ্চিমবঙ্গ ছিল না । কোরোনার বিরুদ্ধে বাংলাই প্রথম পদক্ষেপ নিয়েছে ।"

তিনি আরও বলেন, "ICMR-এর নির্দেশ ছিল যাদের মধ্যে কোনও উপসর্গ দেখা যাচ্ছে শুধু তাদেরই টেস্ট করা যাবে । যাদের মধ্যে উপসর্গ নেই, তাদের টেস্ট করা যাবে না । সম্প্রতি, ICMR তার নির্দেশ বদলেছে । উপসর্গ নেই এমন ব্যক্তিদেরও টেস্ট করা যাবে বলে জানিয়েছে । রাজ্য সরকার সেই অনুযায়ী কাজ করতে শুরু করেছে ।" পাশাপাশি নাম না করে BJP-র বিরুদ্ধে অভিযোগ তুলে ডেরেক বলেন, "এটা রাজনীতি করার সময় নয় । কিন্তু বাংলায় একটা দল কোরোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছে না । তাদের লড়াই তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ।"

ABOUT THE AUTHOR

...view details