কলকাতা, 29 এপ্রিল : "নির্বাচন কমিশন আজ যেটা করল সেটা ছেলেমানুষি ছাড়া কিছু নয় ।" অনুব্রত মণ্ডলকে নজরবন্দী করা প্রসঙ্গে একথা বলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য ।
অনুব্রতকে নজরবন্দী করা ঢপের কীর্তন ছাড়া কিছুই নয় : প্রদীপ - reaction on anubrata mondal
অনুব্রত মণ্ডলকে নজরবন্দী করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন । কিন্তু তাতে কোনও ভ্রূক্ষেপ নেই অনুব্রত মণ্ডলের । এই প্রসঙ্গে প্রদীপ ভট্টাচার্য বলেন, "নির্বাচন কমিশন আজ যেটা করল সেটা ছেলেমানুষি ছাড়া কিছু নয় ।"
প্রদীপবাবু বলেন, "অনুব্রত মণ্ডল নিজেই বললেন, তিনি এতদিন ওষুধ দিয়ে বেরিয়েছেন। সেই ওষুধটা কী সেটা নির্বাচন কমিশনের দেখার প্রয়োজন ছিল । সেটা না দেখে, ঢপের কীর্তন ছাড়া আর কিছুই করেনি নির্বাচন কমিশন । এটা করার কী প্রয়োজন ছিল ? তার থেকে আজ যাতে লোকেরা ভোট দিতে পারে তার জন্য বুথগুলোতে পাহারা দেওয়ার ও রাস্তাগুলোকে ক্লিয়ার রাখার ব্যবস্থা করুক । তাহলে বোঝা যাবে নির্বাচন কমিশন সত্যিই ফেয়ার ইলেকশন চায় । আমরা এইসব গল্প শুনতেও চাই না । দেখতেও চাই না ।"
এই প্রসঙ্গে RSP নেতা তপন হোড় বলেন, "এগুলো প্রশাসনের পক্ষ থেকে আইওয়াশ ছাড়া আর কিছু না । নজরবন্দী করে কোনও লাভ নেই । ওদের যে প্রক্রিয়াগুলো নেওয়ার সেগুলো ওরা নেবেই । এবং প্রতিরোধও হবে ।"
গতকালই অনুব্রত মণ্ডলকে নজরবন্দী করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন । ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয় । তাঁর ফোন জমা নেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। এনিয়ে অনুব্রতবাবু বলেন, "আমার কিছু যায় আসে না । পাগলের মতো করছে এগুলো । আমি ভোটের দিন কোথাও যাই না । ভোটে যা ওষুধ দেওয়ার দিয়ে এলাম । ভোট আমার একচেটিয়া ।"