কলকাতা, 11 জুন : বিজেপি পৃথিবীর সর্ববৃহৎ দল ! তাই মুকুল রায়ের মতো কিছুজন দল ছেড়ে গেলে খুব একটা যায় আসবে না ৷ তবে আশা করছি উনি শীঘ্রই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ও বিধায়ক পদ ছাড়বেন ৷ মুকুল রায়ের (Mukul Roy) তৃণমূলে প্রত্যাবর্তন প্রসঙ্গে বিজেপির তরফে এমনই প্রতিক্রিয়া জয়প্রকাশ মজুমদারের ৷ তাঁর দাবি, মুকুল রায়ের মতো নেতা ভয় পেয়ে বিজেপিতে ছিলেন এই মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে অপমানিত করেছেন ৷
সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, "পুরানো দলে নতুন ইনিংস শুরু করেছেন মুকুল রায় ৷ এই নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা রইল ৷ রাজনৈতিক পটভূমিকায় এই সিদ্ধান্তের বিচার পরে হবে ৷" আজ বিকেলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন মুকুল রায় ৷ পাশে বসিয়ে তাঁকে স্বাগত জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পুরানো দলে প্রত্যাবর্তনের পর মুকুল রায় বলেন, "বাংলার এখন যেরকম পরিস্থিতি তাতে বিজেপিতে আর কেউ থাকবে না ৷"
এই মন্তব্যের প্রতিক্রিয়ায় জয়প্রকাশ মজুমদার বলেন, "বিজেপিকে খতম করে দেওয়ার রণনীতি নিয়েছে তৃণমূল ৷ লাশের মিছিল চলছে ৷ বাংলার মাটি রক্তে ভিজে গিয়েছে ৷ অনেক মায়ের কোল ফাঁকা হয়ে গিয়েছে ৷ তৃণমূলে যোগ দেওয়ার আগে ঘণ্টা দুয়েক তৃণমূল ভবনে ছিলেন ৷ ওই দু ঘণ্টায় মুকুলবাবু তৃণমূলের এই নতুন রণনীতির দ্বারা উদ্ধুব্ধ হয়ে এই মন্তব্য করেছেন কিনা জানি না ৷" বিধায়ক পদ না ছেড়েই তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল ৷ সেই প্রসঙ্গে জয়প্রকাশ বলেন, "আশা করছি উনি খুব তাড়াতাড়ি বিধায়ক পদ এবং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির পদ ছাড়বেন ৷" তাঁর কথায়, "মুকুলবাবু কোন জুজুকে ভয় পেয়েছিলেন জানি না ৷ তিনি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ছিলেন ৷ তবে ভয় পেয়ে এতদিন বিজেপিতে ছিলেন সেটা বললে মুকুলবাবুকে অপমান করা হয় ৷ তাঁর মতো এতবড় নেতা যদি ভয় পেয়ে রাজনীতি করেন তাহলে তাঁকে অসম্মান করা হয় ৷"
আরও পড়ুন : ঝড়ল মুকুল; শুভেন্দু-আদিখ্যেতার মাশুল দিল বিজেপি ?
মুকুল রায় ফিরেছেন ৷ আগামী দিনে আরও অনেক বিজেপি নেতা তৃণমূলে ফিরবেন বলে সাংবাদিক বৈঠকে ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যদিও এই দাবির পরিপ্রেক্ষিতে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি জয়প্রকাশবাবু ৷ তিনি বলেন, "বিজেপি পৃথিবীর সর্ববৃহৎ দল ৷ বাংলায় বিজেপি 3 থেকে 77-এ পৌঁছেছে ৷ তাই মুকুল রায়ের চলে যাওয়া আর বিজেপির এগিয়ে যাওয়াটা তুলনা করলে দেখা যাবে খুব একটা কিছু যায় আসবে না ৷ 2017 সালের ডিসেম্বরে এই মুকুল রায় বলেছিলেন, তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে ৷ নির্বাচনের সময় আরও কিছু নেতাদের মুখে এই মন্তব্য শোনা গিয়েছে ৷"