কলকাতা, 7 নভেম্বর : পরিবারের এক সদস্যকে হারালাম ৷ নবনীতাদিকে অনেক কাছ থেকে চিনতাম ৷ ওনার শেষ জন্মদিনে আমরা সবাই উপস্থিত ছিলাম ৷ সেই দিনগুলির কথা আজ খুব বেশি করে মনে পড়ছে ৷
পরিবারের এক সদস্যকে হারিয়ে মনটা আজ ভারাক্রান্ত: অনিন্দ্য - Nabanita Deb Sen
প্রয়াত নবনীত দেব সেনের স্মৃতিচারণায় অনিন্দ্য চট্টোপাধ্যায় ৷
অনিন্দ্য চট্টোপাধ্যায়
'রোববার' পরিবারের এক সদস্যকে হারালাম ৷ প্রথম দিন থেকে 'ভালোবাসার বারান্দা' কলমটা উনি লিখতেন ৷ আজ খবর শোনার পরই মনটা ভারাক্রান্ত হয়ে পড়েছে ৷
আমাদের সবাইকে খুব ভালোবাসতেন ৷ সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল ৷ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি ৷ আমার জীবনের অনেকটা অংশজুড়েই রয়েছে ওনার স্মৃতি ৷ ওনার লেখার বরাবরই আমি ভক্ত ৷ কী করে এই শূন্যস্থান পূরণ করব জানি না ৷