কলকাতা, 14 জুলাই: ইঁদুর দৌড়ে নাভিশ্বাস ফেলছে কলকাতা পৌরনিগম। বিষয়টা শুনে হাস্যকর মনে হলেও, এই ঘটনাই এখন রাতের ঘুম কেড়েছে পৌর প্রশাসনের। ইঁদুরের দাপট ঠেকাতে ময়দানে নামছে কর্পোরেশন। খাবারের উচ্ছিষ্ট ফেলা থেকে দোকানের আবর্জনা পরিষ্কার, সব ক্ষেত্রেই ব্যাপক সর্তক হওয়া প্রয়োজন ৷ না-হলে আগামিদিনে প্লেগ নামক মহামারী ফের দেখা দিতে পারে ৷ শুক্রবার এমনটাই আশঙ্কার সুর শোনা গেল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের গলায়।
মেয়র বলেন, "কলকাতায় লাগাম ছাড়াভাবে বেড়ে চলেছে ইঁদুরের দৌরাত্ম্য। ঠেকানো না-গেলে বড় বিপদ হয়ে যাবে।" উদাহরণ হিসেবে বলেন সুরাতের কথা। তিনি বলেন, "সুরাত ইঁদুরের দাপট ঠেকাতে না-পারায় প্লেগ মহামারী হয়ে দাঁড়িয়েছিল। এখানেও সেই পরিস্থিতি হবে ৷ এখন না-হলেও আগামী 10 বছর পরে হতে পারে ৷ আমাদের ফুড হ্যাবিট বদলাতে হবে ৷ যাতে ফুটপাতের দোকানগুলো বা মিষ্টির দোকান বা হোটেল, সবজির খোসা-উচ্ছিষ্ট খাবার রাস্তায় নালা-নর্দমায় না-ফেলে ধাপায় গিয়ে ফেলুক ৷ অথবা প্রসেসের মাধ্যমে নষ্ট করুক ৷ খাবার না-পেলে ইঁদুর কমবে।"
দিনদিন দাপট বেড়ে চলেছে ইঁদুরের। যে বাড়বাড়ন্ত পৌর প্রশাসন লক্ষ্য করেছে তাতে একাধিক বিপর্যয়ের আঁচ রয়েছে। তাই ইঁদুরের দাপটে লাগাম টানতেই কোমর বেধে নামছে পৌরনিগম। কার্জন পার্ক, ডেকার্স লেন, চাঁদনি, ডালহৌসি থেকে ঢাকুরিয়া ৷ এমন একাধিক জায়গায় মাটির নিচে যথেচ্ছ গর্ত করে মাটি আলগা করে ফেলছে ধেড়ে ইঁদুরের দল। ফলে বাড়ির ভীত থেকে সেতুর ভীত হচ্ছে আলগা ৷ এটা বিপদের আশঙ্কার কারণ বলে মনে করেন মেয়র ৷