পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হালকা মেজাজে মুখোমুখি সৌমিত্র-রত্না, তুঙ্গে জল্পনা - kolkata

জল্পনা উসকে BJP সাংসদ সৌমিত্র খাঁর সঙ্গে হালকা মেজাজে দেখা গেল রত্না চট্টোপাধ্যায়কে । ভাইফোটার দিন থেকেই বদলাতে থাকে শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক রসায়ন । আবারও তৃণমূল নেত্রীর কাছাকাছি শোভন-বৈশাখী । এমতাবস্থায় রত্না চট্টোপাধ্যায়ের অবস্থান কি হবে তা নিয়েই কৌতূহলী রাজনৈতিক মহল ।

সৌমিত্র-রত্না

By

Published : Nov 8, 2019, 4:48 AM IST

কলকাতা, 8 নভেম্বর : জল্পনা উসকে BJP সাংসদ সৌমিত্র খাঁর সঙ্গে হালকা মেজাজে দেখা গেল রত্না চট্টোপাধ্যায়কে । গতকাল সন্ধ্যায় এই ঘটনার পরই রীতিমতো শোরগোল তৈরি হয় রাজ্য রাজনীতিতে । তাহলে কি শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব কমার কারণেই BJP নেতার কাছাকাছি রত্না? উঠতে থাকে এই প্রশ্ন । সৌমিত্রর সঙ্গে দেখা হওয়া এবং গল্প করার কথা স্বীকার করলেও BJP যোগের প্রশ্নকে নস্যাৎ করে দিয়েছেন রত্না চট্টোপাধ্যায় নিজেই । তাঁর বক্তব্য, "পুজোতে গিয়ে হঠাৎ দেখা । আমি কাউকে দেখে তো মুখ ঘুরিয়ে চলে যেতে পারি না । ওরকম শিক্ষা পায়নি । সৌজন্য কথা হয়েছে । সৌজন্যতাই ভদ্রতা ।"

সন্ধ্যায় বাড়ির কয়েকজনকে সঙ্গে নিয়ে বেলেঘাটায় এক জগদ্ধাত্রী পুজোর নিমন্ত্রণে গিয়েছিলেন রত্না চট্টোপাধ্যায় । সেখানে সস্ত্রীক আমন্ত্রিত ছিলেন BJP সাংসদ সৌমিত্র খাঁও । দু'জনের দেখা হওয়ার পরই শুরু হয় গল্প । এটাকেই আড় চোখে দেখতে শুরু করেছে রাজনৈতিক মহল ।

রত্না চট্টোপাধ্যায় দাবি করেছেন, তিনি জানতেন না সৌমিত্র খাঁ ওখানে থাকবেন । ওখানে গিয়ে দেখা হল । ডিভোর্স মামলার আইনজীবীর বাড়ির জগদ্ধাত্রী পুজো । তিনি সৌমিত্র খাঁরও আইনজীবী । সৌমিত্রর সঙ্গে দেখা হতে শুধুমাত্র সৌজন্য কথা হয়েছে । কোনও রাজনৈতিক কথা হয়নি । এপ্রসঙ্গে যদিও সৌমিত্র খাঁর কোনও বক্তব্য পাওয়া যায়নি ।

প্রসঙ্গত, ভাইফোটার দিন থেকেই বদলাতে থাকে শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক রসায়ন । আবারও তৃণমূল নেত্রীর কাছাকাছি শোভন-বৈশাখী । এমতাবস্থায় রত্না চট্টোপাধ্যায়ের অবস্থান কি হবে তা নিয়েই কৌতূহলী রাজনৈতিক মহল । ফলে মুখোমুখি রত্না ও সৌমিত্রকে দেখে জল্পনা ছড়াতে সময় নেয়নি ।

ABOUT THE AUTHOR

...view details