কলকাতা, 9 নভেম্বর: রেশন বন্টন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । এই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে আরও বেশ কয়েকজন তদন্তকারী সংস্থার নজরে আছে । এই অবস্থায় রাজ্যের রেশন ডিলারদের একাংশ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিলেন । এই দুর্নীতির দায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অস্বীকার করতে পারেন না বলে দাবি তাঁদের । রেশন ডিলারদের আরও দাবি, দুর্নীতির যে উৎসগুলো রয়েছে তার দ্রুত সমাধান করতে হবে ৷ এই দাবিগুলি নিয়েই তাই আগামী 1 ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।
আর এই হুঁশিয়ারি দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন । সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেন,"ভুয়ো রেশন কার্ডের কথা নিয়ে হইচই হচ্ছে । কিন্তু, এই কার্ড কারা ইস্যু করেছে? দায় কার? অবশ্যই বর্তমান সরকারের । যদি রেশন কার্ড ইস্যু হয়ে থাকে তাহলে এর বিরুদ্ধে প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে, তা তো বলতে হবে । আসলে বৈধ রেশন কার্ড ব্লক করে দিয়ে ভুয়ো বলে চালানো হয়েছে । অন্যদিকে বলা হচ্ছে আঙ্গুলের ছাপ না মেলায় রেশন থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ । আচ্ছা, শুধু কী গরিব মানুষের আঙুলের ছাপ মেলে না !"