পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Ration Dealers অতিরিক্ত পাঁচ হাজার টাকা কমিশনেও খুশি নন রেশন ডিলাররা - চন্দ্রিমা ভট্টাচার্য

দুয়ারে রেশনে (Duare Ration) ডিলারদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। তাতে অতিরিক্ত কমিশন হিসেবে প্রতিমাসে পাঁচ হাজার টাকা দেবে রাজ্য ৷ কিন্তু এতেও সন্তুষ্ট নন রেশন ডিলাররা ৷ যা নিয়ে শীঘ্রই বৈঠক ডেকেছে রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন (Ration Dealers Association) ৷ সেখানেই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে ৷

ETV Bharat
অতিরিক্ত পাঁচ হাজার টাকা কমিশনেও খুশি নন রেশন ডিলাররা

By

Published : Aug 18, 2022, 11:00 PM IST

কলকাতা, 18 অগস্ট: দুয়ারে রেশন (Duare Ration) চালু করলেও কমিশন নিয়ে রেশন ডিলারদের ক্ষোভ ছিল দীর্ঘদিনের। এবার হয়তো বদলাবে, এমনটাই ভেবেছিল রাজ্য ৷ বৃহস্পতিবারের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হল কুইন্টাল পিছু 75 টাকা কমিশনের পাশাপাশি পাঁচ হাজার টাকা করে প্রত্যেক ডিলারকে কমিশন দেওয়া হবে। একইসঙ্গে দেওয়া হবে মেন্টেনেন্সও ৷ কিন্তু এতেও খুশি নন রেশন ডিলাররা ৷

এদিন এ প্রসঙ্গে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী (Minister of State for Finance) চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) মন্ত্রিসভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "রাজ্যের 21 হাজার রেশন ডিলারের সহযোগিতায় 9 কোটি 25 লাখ মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে । রেশন ডিলারদের সহযোগিতা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে । দুয়ারে রেশন প্রকল্প রূপায়ণের জন্য ডিলারদের কুইন্টাল পিছু 75 টাকা কমিশন দেওয়া হত । তাঁদের কাজের স্বীকৃতি স্বরূপ ফিক্সড কমিশন হিসাবে অতিরিক্ত 5 হাজার টাকা দেওয়া হবে । সেইসঙ্গে তাঁর আরও ঘোষণা, এবার থেকে 0.2 শতাংশ হারে হ্যান্ডলিং কস্ট দেওয়া হবে । অর্থাৎ রেশন বিলি বা আনা নেওয়ার ক্ষেত্রে যে পরিমাণ খাদ্যশস্য নষ্ট হয়, তারই ক্ষতিপূরণ হিসাবে একটি অংশ এবার রেশন ডিলারদের দেওয়া হবে।

আরও পড়ুন:শিল্পে 600 কোটির বিনিয়োগ আসছে রাজ্যে, 4 হাজার কর্মসংস্থানের ঘোষণা সরকারের

পালটা এই সিদ্ধান্ত শোনার পর রেশন ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে, সরকারের এই ঘোষণায় তারা খুশি নয় ৷ আগে 1 কুইন্টাল 600 গ্রাম মেন্টেনেন্স হিসাবে ডিলারদের দেওয়া হতো ৷ এদিন যে ক্ষতিপূরণের কথা বলা হয়েছে তাতে বাস্তবে রেশন ডিলারদের জন্য ক্ষতিপূরণ আরও কমে গেল ৷ এই অবস্থায় তাঁরা এনিয়ে শীঘ্রই বৈঠক ডেকেছেন ৷ সেখানেই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে ৷

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন বাস্তবায়িত করতে গিয়ে ডিলারদের সঙ্গে বারে বারে সংঘাতের ঘটনা ঘটেছে । অখুশি রেশন ডিলাররা আদালত পর্যন্ত যেতে দ্বিধা করেননি । কিন্তু পুরো বিষয়টি আলোচনার ভিত্তিতে মিটিয়ে এই প্রকল্প চালু রেখেছে রাজ্য সরকার । অবশেষে অতিরিক্ত কমিশন হিসেবে পাঁচ হাজার টাকা এবং ক্ষতিপূরণ হিসাবে 0.2 শতাংশ দিয়ে ক্ষোভ প্রশমনের চেষ্টা করল রাজ্য সরকার । কিন্তু এতেও পুরোপুরি ক্ষোভ মেটানো গেল না ।

ABOUT THE AUTHOR

...view details