কলকাতা, 7 নভেম্বর: চলতি খরিফ মরসুমে কৃষকদের থেকে ধান কিনতে শুরু করেছে রাজ্য সরকার তথা খাদ্য দফতর। ধান সংগ্রহের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে ও দুর্নীতি আটকাতে কেন্দ্রীয় ক্রয় কেন্দ্রে (CPCs) ধান থেকে চাল তোলা এবং ধান বিক্রির ভিডিয়োগ্রাফির ব্যবস্থা করেছে রাজ্য খাদ্য ও সরবরাহ দফতর।
জানা গিয়েছে, সিপিসি থেকে রাইস মিলের পথে যানবাহনের জিপিএস ট্র্যাকিং থাকবে এবং মিলগুলিতে ধান প্রবেশের সময়ও ভিডিয়োগ্রাফির ব্যবস্থা থাকছে বলেও জানা গিয়েছে। রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ বলেন, "আমরা একটি নির্দিষ্ট সিপিসিতে প্রতি 15 দিন কাজ করার পরে একটি সিপিসির দায়িত্বে থাকা একজন আধিকারিককে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। মোবাইল সিপিসিগুলিও কেন্দ্রীয়ভাবে ট্র্যাক করা হবে।"
পাশাপাশি, দুর্নীতি আটকাতে এই বছর প্রথমবার ধান সংগ্রহের জন্য সমস্ত ক্রয় কেন্দ্রে 'ই-পোস' মেশিন ব্যবহার করা হচ্ছে। কারণ, ই-পস মেশিনগুলি নিশ্চিত করবে কারা প্রকৃত কৃষক। তাঁরাই শুধু মাত্র খাদ্য দফতরের কাছে ধান বিক্রি করতে পারবেন। যদিও আগেই অধিকাংশ কৃষকের যাচাই-বাছাই করা হয়েছে। কিন্তু, যাঁদের যাচাইকরণ এখনও হয়ে ওঠেনি তাঁরা ক্রয় কেন্দ্রগুলিতে এই ই-পোস মেশিন ব্যবহার করছেন বলে খাদ্য দফতরের এক আধিকারিক জানান।