কলকাতা, 21 জানুয়ারি : 16 জানুয়ারি, প্রথম দিন 75.9 শতাংশ ভ্যাকসিনেশন সম্ভব হয়েছিল এ রাজ্যে । তবে ভ্যাকসিনেশনের এই হার ছাপিয়ে গেল চতুর্থ দিন । 20 জানুয়ারি ভ্যাকসিনেশনের এই হার পৌঁছায় 78 শতাংশে । এই হার এখনও পর্যন্ত এ রাজ্যে সর্বাধিক । যদিও রাজ্যের 207টি সেন্টারের মধ্যে মাত্র 31টি সেন্টারে দেওয়া হয়েছে কোভিশিল্ড ভ্যাকসিন ।
প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের দেওয়া হচ্ছে কোরোনার ভ্যাকসিন । এদেশে কোভিশিল্ড এবং কোভ্যাকসিন দুই ধরনের ভ্যাকসিন দেওয়া চলছে । এ রাজ্যে দেওয়া হচ্ছে কোভিশিল্ড । স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, 16 জানুয়ারি ভ্যাকসিনেশনের প্রথম দিন রাজ্যের 207টি সেন্টার মিলিয়ে মোট 20,700 জন প্রাপকের মধ্যে 15,707 জনকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছিল । ভ্যাকসিনেশনের হার ছিল 75.9 শতাংশ । এর পর 18 জানুয়ারি ভ্যাকসিনেশনের দ্বিতীয় দিন 14,110 জনকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছিল । ভ্যাকসিনেশনের তৃতীয় দিনে 13,693 জনকে ভ্যাকসিন দেওয়া হয় ।
20 জানুয়ারি(বুধবার) ছিল ভ্যাকসিনেশনের চতুর্থ দিন । রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী জানিয়েছেন, "চতুর্থ দিনে রাজ্যের 31টি সেন্টারে মোট 2,439 জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে । এ দিন ভ্যাকসিনেশনের হার ছিল 78 শতাংশ ।"