কলকাতা, 3 ডিসেম্বর : নরমে-গরমে দৌত্য সফল। 73 নম্বর ওয়ার্ডে নির্দল হিসাবে প্রার্থীপদ প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রতন মালাকার (Ratan Malakar to withdraw independent nomination in Kolkata Corportaion Election 2021)। তৃণমূল নেতৃত্ব এখন কথা বলছে সচিদ্দানন্দ বন্দ্যোপাধ্যায় ও তনিমা চট্টোপাধ্যায়ের সঙ্গে। অস্বস্তি কাটিয়ে রতন মালাকার শেষ পর্যন্ত প্রার্থীপদ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় খুশি তৃণমূল। ওই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী মমতার ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় ৷
দল পৌর নির্বাচনে টিকিট দেয়নি আর তার জেরেই এই তিন হেভিওয়েট প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মাঠে নেমেছিলেন নির্দল প্রার্থী হিসাবে। রতন মালাকার কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) প্রায় দুই দশকের কাউন্সিলর। 2015 সালে 73 নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছিলেন তিনি। অথচ দল এবারে তাঁকে টিকিট দেয়নি। পরিবর্তে ওই ওয়ার্ডে টিকিট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই এই ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করার সিদ্ধান্ত নেন রতন মালাকার। কিন্তু পরিস্থিতির বদল ঘটে বৃহস্পতিবার রাতে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল রাতেই বৈঠকে বসেন রতনবাবুরর সঙ্গে। সূত্রের খবর, এই বৈঠকেই বরফ গলে ৷ বৈঠক শেষেই রতনবাবু নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন ৷ জানা গিয়েছে, শুক্রবার বা শনিবারের মধ্যেই মনোনয়ন প্রত্যাহার করে নেবেন এই ‘বিদ্রোহী’ নেতা।