কলকাতা, 16 সেপ্টেম্বর: ফের বিরল অস্ত্রোপচারে নজির গড়ল কলকাতার সরকারি হাসপাতাল। এসএসকেএম হাসপাতালে জটিল অস্ত্রপচারে বাঁচল একরত্তির প্রাণ। এক বিরল টিউমার অস্ত্রোপচার করে বর্তমানে সুস্থ দক্ষিণ 24 পরগনার একরত্তি। তিনমাসের ওই শিশু দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের বাসিন্দা। তার ওজন ছিল প্রায় তিন কেজি। কিন্তু এই ওজন পুরোপুরি তার নয়। তার শরীরে বাসা বেঁধেছিল বিরল এক টিউমার। যা ঘিরে রীতিমতো ভয় ধরে গিয়েছিল গোটা পরিবারের। তবে বর্তমানে সম্পূর্ণ সুস্থ সে।
জন্মের পর থেকে কিছুতেই ওজন বাড়ছিল না তিনমাসের ওই খুদের। খাওয়ার ইচ্ছাও একেবারে ছিল না তার। তবুও ফুলে উঠত পেট। এছাড়াও ছিল শ্বাসজনিত সমস্যা। তাই নিয়ে এসএসকেএম হাসপাতালে আসেন ওই খুদের পরিবার। একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় তার শরীরে পেটের অংশে রয়েছে প্রকাণ্ড মাংসপিণ্ড। যার চাপে গুটিয়ে গিয়েছিল খাদ্যনালি। কিডনি নেমে গিয়েছিল কুঁচকির কাছে। চিকিৎসা বিজ্ঞানে এই ধরণের টিউমারকে বলা হয় 'রেট্রোপেরিটোনিয়াল টেরাটোমা'।