কলকাতা, 31 জুলাই: অল্প সময়ে কোরোনা রোগী চিহ্নিত করতে কলকাতায় শুরু হল ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট । এর মাধ্যমে আধঘণ্টার মধ্যে জানা যাবে কোরোনা পরীক্ষার ফল ।
কোরোনা নির্ণয়ে RT-PCR টেস্ট সাধারণত সময়সাপেক্ষ । এর রিপোর্ট পেতে দুই থেকে তিন দিন লেগে যায় । ফলে আক্রান্ত ব্যক্তি অনেক সময় না জেনেই বাইরে বের হয় ৷ যার ফলে তার থেকে অন্যরা আক্রান্ত হতে পারে । এই পরিস্থিতিতে দ্রুত সংক্রমণ নির্ধারণে অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করল কলকাতা পৌরনিগম ৷
গতকাল চেতলার অহীন্দ্র মঞ্চে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয় ৷ কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম এই বিষয়ে বলেন, "কোরোনা নির্ধারণে সোয়াব টেস্টের রিপোর্ট পেতে কখনও 24 ঘণ্টা আবার কখনও 36 ঘণ্টা সময় লেগে যায় । কিন্তু, ব়্যাপিড টেস্ট কার্ডের মাধ্যমে হয় ৷ এতে আধ ঘণ্টার মধ্যে ফলাফল জানা যায় ।"
চেতলার অহীন্দ্র মঞ্চে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট তিনি আরও বলেন, "প্রতিটি বোরোতে তিনটি করে কোরোনা নির্ণয় কেন্দ্র তৈরি করা হবে । প্রতি সপ্তাহে দু'দিন করে এই কেন্দ্রগুলিতে কোরোনা পরীক্ষা করা হবে।"
কলকাতা পৌরনিগমের তরফে জানানো হয়েছে, আগামী দিনে কলকাতা শহরের বাজারগুলিতে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হবে ।