পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Madhyamik Examination 2023: বাজেয়াপ্ত একাধিক মোবাইল, দোষীরা খুব শিগগিরি ধরা পড়বে; জানালেন রামানুজ - রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

এবছরের মাধ্যমিকের ইংরেজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ তোলেন সুকান্ত মজুমদার ৷ তিনি ফাঁস হওয়া পৃষ্ঠাগুলি টুইট করেন ৷ সেই সময় পর্ষদ প্রধান রামানুজ গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন এটি অন্তর্ঘাত ৷ ঘটনার তদন্তে শনিবার তিনি মোবাইল ফোন বাজেয়াপ্তের কথা জানালেন (WBBSE President Ramanuj Ganguly over Madhyamik Exam 2023) ৷

Madhyamik
রামানুজ গঙ্গোপাধ্যায়

By

Published : Mar 5, 2023, 5:15 PM IST

কলকাতা, 4 মার্চ: মাধ্যমিক পরীক্ষা শেষ ৷ এবছর ইংরেজি পরীক্ষার দিন প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ তোলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ পরীক্ষা চলাকালীন তিনি প্রশ্নপত্রের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে তা জানান ৷ এর জবাবে পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন, এটি গুপ্ত অন্তর্ঘাত ৷ কিন্তু সামাজিক মাধ্যমে কে প্রথম ইংরেজি প্রশ্নপত্র আপলোড করেছিল ? শনিবার এ বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করলেন পর্ষদ চেয়ারম্যান (Ramanuj Ganguly over Madhyamik English Question Papaer leak) ৷

রামানুজ গঙ্গোপাধ্যায় (WBBSE President Ramanuj Ganguly) এদিন জানান, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সব মিলিয়ে ন'টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এর মধ্যে 7টি মিলেছে মালদা জেলা থেকে ৷ যদিও তিনি স্পষ্ট করে বলেননি, কার কাছ থেকে ফোনগুলি উদ্ধার হয়েছে ৷ আদৌ এই ফোনগুলি থেকেই প্রশ্নপত্র আপলোড করা হয়েছিল কি না ৷ প্রসঙ্গত, 23 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2023) শুরু হয়েছিল এবং শনিবার তা শেষ হয় ৷

24 ফেব্রুয়ারি দুপুর 12টার সময় ইংরেজি পরীক্ষা আরম্ভ হয় ৷ তিনঘণ্টার এই পরীক্ষা শেষ হয় বেলা 3টেয় ৷ জানা গিয়েছে, পরীক্ষা শুরুর দেড় ঘণ্টার মধ্যে 16 পৃষ্ঠার প্রশ্নপত্রের 3টি পৃষ্ঠা হোয়াটসঅ্যাপে আপলোড হয়ে ছড়িয়ে পড়ে ৷ সাংবাদিক বৈঠকে রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, "এই ছেলেখেলার উৎস মালদা ৷ কীভাবে তিনটি পৃষ্ঠা (ইংরেজি প্রশ্নপত্র) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, তা খোঁজার চেষ্টা করছি ৷ কিন্তু আমরা তদন্তকারী সংস্থা নয়, তাই এর বেশি কিছু বলতে পারব না ৷"

আরও পড়ুন:সুকান্তর টুইটে মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন ফাঁস নিয়ে জল্পনা, অন্তর্ঘাত বললেন পর্ষদ প্রধান

তিনি জানান, এই তথ্য মালদা জেলা প্রশাসনকে জানানো হয়েছে ৷ সাইবার ক্রাইম দফতর এ বিষয়ে তদন্ত করবে ৷ শনিবারও রামানুজ দাবি করেন, "এটি বিশ্বাসঘাতকতা ৷ এ সব করে কোনও ফল হবে না ৷ খুব কড়া ইলেকট্রনিক নজরদারির বন্দোবস্ত ছিল ৷ এ ধরনের অন্যায় কাজকর্ম খুব শিগগিরি ধরা পড়বে ৷ এরপর ষড়যন্ত্রকারীরা এরকম কিছু করার আগে ভাববে ৷" তিনি আরও জানান, এভাবে পিছন থেকে ছুরি মারলেও পরীক্ষা খুব ভালো ভাবে উতরে গিয়েছে ৷ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় প্রশ্নপত্রের সঙ্গে গ্রাফিক শিট ঠিকমতো দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে ৷ এ প্রসঙ্গে তিনি জানান, বোর্ড এই অভিযোগ খতিয়ে দেখবে ৷ মে মাসে ফলাফল প্রকাশ হবে বলে জানিয়েছেন রামানুজ গঙ্গোপাধ্যায় ৷ 6 লক্ষ 98 হাজার 627 জন পরীক্ষায় বসেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details