কলকাতায় এবার রাম মন্দির! উদ্বোধনে আসতে পারেন অমিত শাহ কলকাতা, 12 সেপ্টেম্বর:আগামী বছর জানুয়ারি মাসে উদ্বোধন হওয়ার কথা অযোধ্যার রাম মন্দিরের ৷ জোর কদমে বর্তমানে চলছে সেই নির্মাণ কাজ ৷ তার আগেই অবশ্য কলকাতায় দেখা মিলতে চলেছে রাম মন্দিরের ৷ সৌজন্যে, সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের দুর্গা পুজো ৷ কলকাতার অন্যতম নামী এই পুজোর এবারের থিম অযোধ্যার রাম মন্দির ৷ শোনা যাচ্ছে এবছর এই পুজোর উদ্বোধনে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
আগামী বছর জানুয়ারিতে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার আগেই কলকাতায় আগামী মাসের শেষের দিকে উদ্বোধন হচ্ছে রাম মন্দিররের । কলকাতার বুকে অস্থায়ী এই রাম মন্দির নির্মাণে ব্যবহার করা হচ্ছে বাঁশ, বাটাম, ফোম ইত্যাদি ৷ তবে শুধুই অযোধ্যার রাম মন্দিরের আদলে মন্দির হবে তেমনটাই নয় । থাকবে প্রায় 50 ফুট লম্বা রামের মূর্তি ও হনুমান মূর্তিও ।
শারদোৎসব বাকি আর মাস খানেক সময় । ফলে এখন এই রাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরিতে ব্যস্ততা তুঙ্গে সন্তোষ মিত্র স্কোয়ারে । ইতিমধ্যেই বাঁশের কাঠামো কাজ শেষ । চলছে বাটামের নানা নকশা তৈরির কাজ । দম ফেলার ফুরসত নেই শিল্পীদের । এই কাঠামোর উপরেই তৈরি হচ্ছে ফোন দিয়ে নানা নকশা । সেই ফোম দিয়েই বিভিন্ন কলকা ফুটিয়ে তোলা হবে । থাকছে ফাইবারের বেশ কিছু কাজও । সব মিলিয়ে রঙ ও আলোয় ফুটে উঠবে অযোধ্যার রাম মন্দিরের একখণ্ড চিত্র ।
আরও পড়ুন:দুর্গাপুজোর ব্যস্ততা তুঙ্গে কৃষ্ণনগরের ডাকের সাজের শিল্পীদের
সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের পুজো ভাবনা প্রসঙ্গে এখানকার অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ জানিয়েছেন, প্রতি বছর সন্তোষ মিত্র স্কোয়ার একটা করে চমক রাখে । এবছরও চমক আছে । হচ্ছে অযোধ্যার রাম মন্দির আদলে মণ্ডপ । যদিও এই মণ্ডপ উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসার বিষয় তিনি নির্দিষ্ট করে কিছু বলতে চাননি । তবে কলকাতার পুজোয় বরাবরই এক অন্যতম নাম সন্তোষ মিত্র স্কোয়ার ৷