কলকাতা, 1 জানুয়ারি : CAA-র বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ জারি রইল বছরের শুরুতেও ৷ প্রথম দিনই নাগরিকত্ব সংশোধনী আইন 2019-র প্রতিবাদে পথে নামল তৃণমূলের জয়হিন্দ বাহিনী ৷ কলকাতার 73 নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে এই মিছিল সংগঠিত হয় ৷ নেতৃত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতার নেতা কার্তিক বন্দ্যোপাধ্যায় ৷
ইশু CAA : মমতার ভাইয়ের নেতৃত্বে মিছিল জয়হিন্দ বাহিনীর - তৃণমূল
CAA-র বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল তৃণমূলের জয়হিন্দ বাহিনী ৷ কার্তিক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বছরের প্রথম দিনই দক্ষিণ কলকাতায় এই মিছিল চলে ৷
মিছিল তৃণমূল জয়হিন্দ বাহিনীর
রাজ্যে BJP-র আন্দোলনকে রুখতে 2018-র শেষে জয়হিন্দ বাহিনী গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই বাহিনী পরিচালনার জন্য তিনি দায়িত্ব দেন তাঁর ভাই কার্তিককে ৷ সেই মতোই জয়হিন্দ বাহিনীর ব্যানার সামনে রেখে একের পর এক কর্মসূচি নেন কার্তিক ৷ আজও তার অন্যথা হয়নি ৷
আজ বছরের প্রথম দিন CAA নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে পথে নেমে মিছিল করল জয়হিন্দ বাহিনী ৷ মিছিলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, CAA-র প্রতিবাদে আওয়াজ তোলেন তাঁরা ৷