পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় মিছিল কংগ্রেসের

নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 এর প্রতিবাদে আজ ধর্মতলার টিপু সুলতান মসজিদ থেকে গিরিশ পার্কের রাম মন্দির পর্যন্ত মিছিল করল প্রদেশ কংগ্রেস ৷

মিছিল প্রদেশ কংগ্রেসের
মিছিল প্রদেশ কংগ্রেসের

By

Published : Dec 19, 2019, 8:59 PM IST

Updated : Dec 19, 2019, 10:03 PM IST

কলকাতা, 19 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 এর প্রতিবাদে আজ ধর্মতলার টিপু সুলতান মসজিদ থেকে গিরিশ পার্কের রাম মন্দির পর্যন্ত মিছিল করল কংগ্রেস ৷

দেশের ধর্মনিরপেক্ষতার বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর দাবি নিয়ে 'সংবিধান বাঁচাও, ভারত বাঁচাও' স্লোগান দিয়ে আজ মিছিল করে কংগ্রেস ৷ মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য ৷ দলীয় কর্মসূচিতে এখন দিল্লিতে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ৷ ধর্মতলায় জমায়েত করে মিছিল করে প্রদেশ কংগ্রেস কর্মীরা ৷

নাগরিকত্ব আইনের বিরোধিতায় মিছিল প্রদেশ কংগ্রেসের

মিছিলের শেষে সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয় ৷ প্রদীপ ভট্টাচার্য জানান, নাগরিকত্ব (সংশোধনী) আইন ও জাতীয় নাগরিক পঞ্জি যেভাবে তৈরি হয়েছে, তাতে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে আবার দেশ ভাগ হতে পারে ৷ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেন তিনি ৷ মিছিল শেষে সোমেন মিত্রর পাঠানো লিখিত বার্তা পড়ে শোনানো হয় ৷ সেখানে লেখা ছিল, শীঘ্রই কংগ্রেস ও বামফ্রন্টের যৌথ মিছিল কলকাতায় বের করা হবে ৷ ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলায় বামফ্রন্ট ও কংগ্রেস যৌথভাবে আন্দোলনের কর্মসূচি নিয়েছে ৷

Last Updated : Dec 19, 2019, 10:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details