পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা : পরিস্থিতির প্রেক্ষিতে স্থগিত রাজ্যসভার ভোট - কলকাতা

26 মার্চ 17টি রাজ্যের 55টি রাজ্যসভা আসনে ভোট নেওয়ার কথা ছিল । কিন্তু এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় বলে জানিয়ে দিল কমিশন ।

কলকাতা
কলকাতা

By

Published : Mar 24, 2020, 3:08 PM IST

কলকাতা, 24 মার্চ : কোরোনা পরিস্থিতির প্রেক্ষিতে স্থগিত করে দেওয়া হল রাজ্যসভা নির্বাচন ৷ নির্বাচন কমিশনের তরফে একথা জানানো হয়েছে ৷ 26 মার্চ 17টি রাজ্যের 55টি রাজ্যসভা আসনে ভোট নেওয়ার কথা ছিল । কিন্তু এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় বলে জানিয়ে দিল কমিশন ।

নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যেহেতু কোরোনা ভাইরাস সংক্রমণের কারণে দেশের রেল ও বিমান যোগাযোগ বন্ধ রাখা হয়েছে সে কারণে আপাতত নির্বাচন করা সম্ভব নয় । পরিস্থিতির পুনর্বিবেচনা করে পুনরায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে ।

নির্বাচন কমিশনের দেওয়া বিজ্ঞপ্তি

যদিও এ রাজ্যে রাজ্যসভার পাঁচটি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন । সে কারণে এরাজ্যে রাজ্যসভার ভোটের প্রয়োজনীয়তা আর নেই ।

ABOUT THE AUTHOR

...view details