পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কনটেনমেন্ট জ়োনের বাইরে 25 শতাংশ কর্মী নিয়ে অফিস চালানো যাবে :  মুখ্যসচিব - 25 শতাংশ কর্মী নিয়ে অফিস

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল 30 শতাংশ কর্মী নিয়ে বেসরকারি সংস্থাগুলি অফিস চালাতে পারে । তবে কেন্দ্রীয় সরকার নির্দেশিকা দিলেও সেই সময় রাজ্য সরকার তাতে সহমত পোষণ করেনি । তবে আজ রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ঘোষণা করলেন , কনটেনমেন্ট জ়োনের বাইরে 25 শতাংশ কর্মী নিয়ে কাজ চালাতে পারবে বেসরকারি প্রতিষ্ঠানগুলি ।

Nabanna
নবান্ন

By

Published : May 4, 2020, 11:00 PM IST

কলকাতা , 4 মে : কনটেনমেন্ট জ়োনের বাইরে থাকা বেসরকারি প্রতিষ্ঠানের কর্তা-ব্যক্তিরা আগামীকাল থেকেই অফিস চালু করতে পারে । তবে সব কর্মীকে নিয়ে অফিস চালু করা যাবে না । এক্ষেত্রে মাত্র 25 শতাংশ কর্মী নিয়ে অফিস চালাতে হবে । আজ নবান্নে ঠিক এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ।

গত শুক্রবার দোকান , বাজার ও অফিস খোলার নির্দেশিকা দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । নির্দেশিকা জারি করে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল 30 শতাংশ কর্মী নিয়ে বেসরকারি সংস্থাগুলি অফিস চালাতে পারে । তবে কেন্দ্রীয় সরকার নির্দেশিকা দিলেও সেই সময় রাজ্য সরকার তাতে সহমত পোষণ করেনি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেই জানিয়ে দিয়েছিলেন , এ বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে সঠিক নির্দেশিকা দেওয়া হবে । সেই মতো, আজ রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ঘোষণা করলেন , 30 শতাংশ নয় 25 শতাংশ কর্মী নিয়ে কাজ চালাতে পারবে বেসরকারি প্রতিষ্ঠানগুলি । তবে অবশ্যই গ্রিন জ়োনের মধ্যে থাকা প্রতিষ্ঠানগুলিকেই একমাত্র অফিস খোলার জন্য ছাড় দেওয়া হয়েছে । কোনওভাবেই কনটেনমেন্ট জ়োনের ভিতরে থাকা প্রতিষ্ঠানগুলি অফিস খুলতে পারবে না । অফিস খোলার পাশাপাশি গ্রিন জ়োনে মাত্র 20 জন যাত্রী নিয়ে বাস চালানোর কথা ঘোষণা করেন মুখ্যসচিব ।

তৃতীয় দফার লকডাউনে অরেঞ্জ বা রেড জ়োনে অফিস খোলা এবং বাস চালানোর ছাড়পত্র দিতে কার্যত শঙ্কিত রাজ্য সরকার । এই দুটি জ়োনে যাতে পুরো মাত্রায় লকডাউন হয় , তার জন্য তৎপর রাজ্য প্রশাসন । ওয়াকিবহাল মহল মনে করছে, রেড বা অরেঞ্জ জ়োনে অফিস খোলার ছাড়পত্র দিলে আরও বেড়ে যাবে আক্রান্তের সংখ্যা । যা নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হবে রাজ্যকে । যার জন্যই মাত্র 25 শতাংশ কর্মী নিয়ে গ্রিন জ়োনে অফিস খোলার মত দিলেন রাজ্যের মুখ্যসচিব ।

ABOUT THE AUTHOR

...view details