পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CBI দপ্তরে রাজীব কুমার - cgo complex

CBI দপ্তরে হাজিরা দিলেন রাজীব কুমার

রাজীব কুমার

By

Published : Jun 7, 2019, 11:20 AM IST

Updated : Jun 7, 2019, 6:58 PM IST

কলকাতা, 7 জুন : আজ CGO কমপ্লেক্সে CBI দপ্তরে হাজিরা দিলেন রাজীব কুমার । সকাল 11 টায় CGO কমপ্লেক্সে তিনি আসেন ।


দুই সপ্তাহ আগে রাজীব কুমারকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠায় CBI । তিনি CBI-র কাছে আরও সময় চান । তবে CBI তা দিতে চায়নি । সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি । তখন সুপ্রিম কোর্ট নিম্ন আদালতে যাওয়ার নির্দেশ দেয় । নির্দেশ মতো বারাসত কোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার । ক্রটিপূর্ণ আবেদনপত্রের জন্য বারাসত কোর্ট তাঁর আবেদন শোনেনি । এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার ।

হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেয় । তবে CBI-র মুখোমুখি হওয়ার নির্দেশ দেয় । এই মামলার পরবর্তী শুনানি 12 জুন ।

এরপর আজ CGO কমপ্লেক্সে হাজিরার জন্য রাজীব কুমারকে নোটিশ দেয় CBI । তারই পরিপ্রেক্ষিতে CGO কমপ্লেক্সে আসেন তিনি । সারদা তদন্তে SIT-এর ভূমিকা, SIT প্রধান হিসেবে তাঁর ভূমিকা জানতে চাওয়া হবে । সারদার কর্ণধারের একাধিক ডায়েরি, বিভিন্ন নথি সহ মিডল্যান্ড পার্কের হেড অফিসের ফুটেজ কোথায় তা জানতে চাওয়া হবে।

দেখুন ভিডিয়ো

সূত্রের খবর, সারদাকাণ্ডের তদন্তে রাজীব কুমার যা যা বাজেয়াপ্ত করেছিলেন তা কেন CBI-কে হস্তান্তর করেননি তা জানতে চাওয়া হবে। বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে যে চারটে ট্রাঙ্ক ভরতি নথি পাঠানো হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কোনও নথি নেই । ফলে অনেক মিসিং লিঙ্ক তৈরি হয়েছে । ফলে ব্যাহত হচ্ছে তদন্ত । এই সব প্রশ্নেই রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে তৈরি CBI ।

Last Updated : Jun 7, 2019, 6:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details