কলকাতা, 21 অক্টোবর : এবার শারদোৎসবের গান গাইলেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । পুজোর একটি অ্যালবামে সহশিল্পীদের সঙ্গে গান গেয়েছেন । অ্যালবামের "জয় জয় দুর্গা মা, জয় জয় মা" গানটি গেয়েছেন তিনি ।
নিজের দপ্তর সামলানো ও দলের কাজ করার পাশাপাশি কয়েকদিন ধরেই সংগীত চর্চায় মনোনিবেশ করেছেন রাজীববাবু । এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষে গান করেছিলেন তিনি । লাদাখ ও গালওয়ানের শহিদদের শ্রদ্ধা জানিয়ে পৃথকভাবে গান গেয়েছিলেন । দেশাত্মবোধক গানে যথেষ্ট সাড়া পেয়েছিলেন রাজীববাবু । তারপর সংগীতের প্রতি আগ্রহ আরও বাড়তে থাকে । এবার শারদোৎসবের একটি অ্যালবামে গান গাইলেন তিনি । তাঁর "জয় জয় দুর্গা মা" গানটি যথেষ্ট সাড়া পাবে বলে আশাবাদী মন্ত্রী ।
"জয় জয় দুর্গা মা, জয় জয় মা"; পুজোর গান গাইলেন বনমন্ত্রী - Durgapuja 2020
এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষে গান করেছিলেন । লাদাখ ও গালওয়ানের শহিদদের শ্রদ্ধা জানিয়ে পৃথকভাবে গান গেয়েছিলেন । এবার পুজো উপলক্ষে গান গাইলেন তিনি ।
রাজীব বন্দ্যোপাধ্যায়
শহরের অন্যতম বড় পুজো সুরুচি সংঘের থিমের গান লেখা ও সুর করে থাকেন মুখ্যমন্ত্রী । এবার গান গাইলেন তাঁরই মন্ত্রিসভার রাজীব বন্দ্যোপাধ্যায় ।