পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইস্তফা দিয়ে "মাদার ফিগার" মমতার ছবি হাতে বিধানসভা ছাড়লেন রাজীব - বিধানসভায় রাজীব বন্দ্যোপাধ্যায়

রাজীব বন্দ্যোপাধ্যায়ের
রাজীব বন্দ্যোপাধ্যায়ের

By

Published : Jan 29, 2021, 1:05 PM IST

Updated : Jan 29, 2021, 2:07 PM IST

13:48 January 29

কলকাতা, 29 জানুয়ারি : রাজ্যের বনমন্ত্রীর পদ থেকে আগেই ইস্তফা দিয়েছিলেন । আজ বিধানসভায় রাজীব বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি । ডুমুরজোলায় অমিত শাহর সভা থেকে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে

মুখ্যমন্ত্রীর প্রতি যে তিনি কৃতজ্ঞ তা জানিয়ে দিলেন রাজীব । বললেন, "মাননীয়া নেত্রীর প্রতি আমি চির কৃতজ্ঞ । তাঁর ছবি আমার মাথার পিছনে থাকে । তাই সঙ্গে নিয়ে বেরিয়েছি ।"

13:47 January 29

বিজেপিতে যোগদানের জল্পনা জিইয়ে রাখলেন রাজীব

31 জানুয়ারি অমিত শাহর সভা থেকে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা জিইয়ে রাখলেন । বললেন, "আমি এখনও একটি দলের সদস্য । মানুষের হয়ে কাজ করতে গেলে একটি দলের ছত্রছায়ায় থাকতে হবে । সংসদীয় গণতন্ত্রে নির্দল হয়ে কাজ করা যায় না । আগামীকাল আমি আমার সিদ্ধান্ত জানাব ।"

13:47 January 29

ধন্যবাদ জানান ডোমজুড় বিধানসভা কেন্দ্রে মানুষদের । আগামীদিনেও ডোমজুড়ের মানুষের পাশে থেকে কাজ করার আশা রেখে গেলেন ।

13:46 January 29

"অধ্যক্ষ কিছু প্রশ্ন করছিলেন । তিনি আইনানুগ বিষয়টি পরীক্ষা করবেন । পরীক্ষা করে জানাবেন । আমি নিয়ম মেনে অধ্যক্ষের কাছে বিধায়ক পদে ইস্তফা জমা দিয়েছি ।" বিধায়ক পদে ইস্তফাপত্র জমা দিয়ে বিধানসভা থেকে বেরিয়ে বললেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।

13:39 January 29

  • হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বিধানসভা থেকে বেরিয়ে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।

13:33 January 29

  • অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র জমা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । অধ্যক্ষের ঘর থেকে বেরিয়ে বিধানসভায় নিজের ঘরের দিকে যান রাজীব ।

13:11 January 29

  • 31 জানুয়ারি হাওড়ার ডুমুরজোলায় অমিত শাহর সভা রয়েছে । সেই সভা থেকেই বিজেপিতে যোগ দিতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালি ডালমিয়া-সহ অন্যান্যরা । বিজেপি সূত্র মারফত অন্তত এমনটাই জানা যাচ্ছে ।

13:08 January 29

  • বিধানসভা সূত্রে খবর, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যেই ইস্তফাপত্র জমা দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।

12:57 January 29

  • ইতিমধ্যে বিধানসভায় পৌঁছে গিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।
  • বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে ।
Last Updated : Jan 29, 2021, 2:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details