কলকাতা, 21 ডিসেম্বর : পার্থ চট্টোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের সঙ্গে দ্বিতীয় বৈঠকের পর রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ অনেকটাই প্রশমিত হল বলে সূত্রের খবর । রাজীববাবু দল ছাড়বেন না বলে আজকের বৈঠকের পর অনেকটাই আশাবাদী তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব । রাজীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "দলের একজন সাধারণ কর্মী হিসাবে পার্থদার বাড়িতে এসেছি । এর আগেও বহুবার এসেছি । তখন কেউ জানত না ।"
দল সম্পর্কে একের পর এক বেসুরো মন্তব্য করেছিলেন রাজ্যের বনমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় । তাঁর এই মন্তব্য নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছিল তৃণমূল নেতৃত্ব । এর পর ক্ষোভ প্রশমনের চেষ্টা শুরু করে দল । 13 ডিসেম্বর নাকতলার বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায়কে ডেকে একান্ত বৈঠক করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় । সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরও । প্রথম দফার বৈঠকে কিছুটা ক্ষোভ প্রশমিত হয়েছিল বলে সূত্রের খবর ।