পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন রাজীব কুমারকে ভিলেন বানানো হচ্ছে? প্রশ্ন আইনজীবীর - গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ দৈনন্দিন ভিত্তিতে বাড়ানো হবে

রাজীব কুমারের গ্রেপ্তারির উপর স্থগিতাদেশ আরও একদিন বাড়ল ৷ শেষ নির্দেশ অনুযায়ী, 28 অগাস্ট পর্যন্ত রাজীব কুমারের সুরক্ষা কবচ বহাল রাখা হয়েছিল ৷ বিচারপতি জানিয়েছেন, এবার থেকে গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ দৈনন্দিন ভিত্তিতে বাড়ানো হবে ৷ যাতে দ্রুত শেষ হয় এই মামলার শুনানি ।

ফাইল ফোটো

By

Published : Aug 28, 2019, 7:44 PM IST

কলকাতা, 28 অগাস্ট : রাজীব কুমারের গ্রেপ্তারির উপর স্থগিতাদেশ আরও একদিন বাড়ল ৷ আজ এই নির্দেশ দেন বিচারপতি মধুমতী মিত্র ৷ এবার থেকে গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ দৈনন্দিন ভিত্তিতে বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি ৷ যাতে দ্রুত শেষ হয় এই মামলার শুনানি । শেষ নির্দেশ অনুযায়ী, 28 অগাস্ট পর্যন্ত রাজীব কুমারের সুরক্ষা কবচ বহাল রাখা হয়েছিল ৷ তার সময়সীমা আজকেই শেষ হল ।

আজ রাজীব কুমার মামলার শুনানিতে মিলন মুখার্জি প্রশ্ন তোলেন, সারদা কর্তা সুদীপ্ত সেন ও দেবযানীকে যখন গ্রেপ্তার করা হয়, তাদের কাছ থেকে মোট 5টি ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয় । 2014 সালের 21 ফেব্রুয়ারি দেবযানীকে তার দুটি ফোন এবং একটি ল্যাপটপ ফেরত দেওয়া হয়েছিল ৷ বাকি 3টি ফোন মালখানায় পড়ে রয়েছে । দেবযানীকে যখন তার ফোন ফেরত দেওয়া হয়েছিল, CBI-র তরফে কোনও আপত্তি জানানো হয়নি । তাহলে হঠাৎ 2017 সালে এসে ফোন ও ল্যাপটপের নথি বিকৃত করা হয়েছে বলে কেন তৎপর হল CBI ? শুনানি চলাকালীন আইনজীবী আরও বলেন, "4 জুন 2014 সালে সারদা মামলার তদন্ত শুরু করেছে CBI । সুদীপ্ত সেন একাধিক লোকের নাম জানিয়েছেন যার মধ্যে তাবড় তাবড় রাজনৈতিক নেতার নাম উঠে এসেছে । ল্যাপটপ ও মোবাইল ফোনের তথ্য যদি এতই প্রয়োজনীয় হয় তাহলে CBI এতদিন কী করছিল? রাজীব কুমারকে নিয়ে এত ভাবিত কেন? CBI-র হাতে ক্ষমতা আছে তাই তারা রাজীব কুমারকে গ্রেপ্তার করতে ব্যস্ত । কিন্তু আজ পর্যন্ত কোনও প্রমাণপত্র কি CBI দেখাতে পেরেছে? কেন রাজীবকে ভিলেন বানানো হচ্ছে? "

বিচারপতি মধুমতী মিত্র রাজীব কুমারের আইনজীবী মিলন মুখার্জিকে তাঁর বক্তব্য দ্রুত শেষ করার জন্য বলেন । কিন্তু মিলন মুখার্জি জানান, আগামীকালের মধ্যে তিনি তাঁর বক্তব্য শেষ করার চেষ্টা করবেন । তবে, পরশুদিনের আগে বক্তব্য শেষ হবে বলে মনে হয় না ৷ এরপর CBI-র তরফে আইনজীবী শুরু করবেন তাঁর বক্তব্য । তাই আরও একদিন বাড়ল স্থগিতাদেশ ৷

এর আগে বিচারপতি মধুমতী মিত্র 20 অগাস্ট পর্যন্ত সুরক্ষা কবচের মেয়াদ বাড়িয়েছিলেন । পাশাপাশি তিনি নির্দেশ দেন, CBI যদি কোনও নোটিশ ইশু করে দেখা করতে বলে, তাহলে তদন্তে সহযোগিতার জন্য রাজীব কুমারকে কলকাতার বাইরে CBI টিমের সঙ্গে দেখা করতে যেতে হতে পারে । এর আগে বিচারপতি জানিয়েছিলেন 19 অগাস্ট পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত থাকবে । পরে তা বাড়িয়ে 28 অগাস্ট পর্যন্ত করা হয় ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details