কলকাতা, 27 ডিসেম্বর:রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত মহানির্দেশক হচ্ছেন রাজীব কুমার । রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন ভগবতী প্রসাদ গোপালিকা ৷ আর নয়া স্বরাষ্ট্রসচিব পদের জন্য দুটি নাম ঘোরাফেরা করছে ৷
আগামিকালই অবসর নিচ্ছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য । তাঁর হাতে এ বার তুলে দেওয়া হচ্ছে রাজ্য পুলিশের উপদেষ্টার দায়িত্ব ৷ আর নতুন ডিজি নিয়ে তিনজনের প্যানেল কেন্দ্রের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার । রাজীব কুমার, ড. রাজেশ কুমার ও সঞ্জয় মুখোপাধ্যায় । নবান্ন সূত্রে খবর, যতদিন না পর্যন্ত কেন্দ্রের থেকে সবুতসংকেত আসছে, ততদিন ডিজি-র দায়িত্ব সামলাবেন রাজীব কুমারই ।
বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বীবেদির মেয়াদ রয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত । তারপরেই এই দায়িত্বে বসবেন গোপালিকা । এ দিকে, বিপি গোপালিকা মুখ্যসচিবের দায়িত্ব পাওয়ার পর প্রশ্ন উঠছে পরবর্তী স্বরাষ্ট্রসচিব হবেন কে ? স্বরাষ্ট্রসচিবের পদে দুটি নামের উল্লেখ পাওয়া যাচ্ছে । নবান্ন সূত্রে খবর, স্বরাষ্ট্রসচিব হওয়ার দৌড়ে মূল লড়াই 1990 ব্যাচের আইএএস বিবেক কুমার এবং 1991 ব্যাচের আমলা মনোজ পন্থের মধ্যে । বিবেক কুমার বর্তমানে বন দফতর ও প্রাণিসম্পদ দফতরের সচিব পদে রয়েছেন । আর মনোজ পন্থ রাজ্যের অর্থসচিবের দায়িত্ব সামলাচ্ছেন ।