পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোমবার পর্যন্ত গ্রেপ্তার নয় রাজীবকে, জানাল হাইকোর্ট

রাজীব কুমারের গ্রেপ্তারির উপর আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ বাড়াল কোর্ট ৷

কলকাতা, 30 অগাস্ট : রাজীব কুমারের গ্রেপ্তারির উপর স্থগিতাদেশ বাড়ানো হল ৷ আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ বেড়েছে ৷ সোমবার সকাল 11.30 মিনিটে আবার শুনানি হবে এই মামলার ৷ CBI-এর আইনজীবী YZ দস্তুর বক্তব্য পেশ করবেন ওদিন ৷ রাজীব কুমারের আইনজীবী মিলন মুখোপাধ্যায় এতদিন রাজীবের তরফে সওয়াল করেছেন যে যুক্তি দেখিয়ে ৷ ওইদিন সেই যুক্তিরই লিখিত বয়ান জমা পড়বে কোর্টে ৷ আজ রাজীব কুমারের তরফে আইনজীবী মিলন মুখার্জী তাঁর বক্তব্য পেশ করেন ৷ রাজীবকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল CBI । সেই আবেদনের বিরুদ্ধে আইনি সুরক্ষা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই পুলিশ কর্তা ।

By

Published : Aug 30, 2019, 1:22 PM IST

Updated : Aug 30, 2019, 2:52 PM IST

কলকাতা, 30 অগাস্ট : সোমবার পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না রাজীব কুুমারকে ৷ ফের রাজীব কুমারের গ্রেপ্তারির উপর স্থগিতাদেশ বাড়াল কলকাতা হাইকোর্ট ৷ আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ বেড়েছে ৷ সোমবার সকাল 11.30 মিনিটে আবার শুনানি হবে এই মামলার ৷

CBI-এর আইনজীবী YZ দস্তুর বক্তব্য পেশ করবেন ওদিন ৷ রাজীব কুমারের আইনজীবী মিলন মুখোপাধ্যায় এতদিন রাজীবের তরফে সওয়াল করেছেন যে যুক্তি দেখিয়ে ৷ ওইদিন সেই যুক্তিরই লিখিত বয়ান জমা পড়বে কোর্টে ৷

আজ রাজীব কুমারের তরফে আইনজীবী মিলন মুখার্জী তাঁর বক্তব্য পেশ করেন ৷ তিনি বলেন, "এই দেশের আইন কি বলে একজন সাক্ষীকে ১৬০ তে নোটিশ দিয়ে গ্রেপ্তার করা যায়?'' সারদা মামলায় একজন সাক্ষী হয়ে রাজীবকে বর্তমানে নিজের বাড়িতে বন্দি জীবন কাটাতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি ৷ তিনি বলেন, রাজীব জানিয়েছেন, মুখ্যমন্ত্রী রাজীবের সঙ্গে দেখা করেছিলেন ৷ তাই বাড়িতে না আসার কথা বলা সম্ভব ছিল না রাজীবের পক্ষে ৷

তিনি আরও বলেন, "১৬৮ জন পুলিশ অফিসারের মধ্যে মাত্র ৪-৫ জনকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পেরেছে CBI । আমার মক্কেল ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারির আগে দোষীই ছিলেন না। হঠাৎ করে যেন বড়ো অপরাধী বানানো হচ্ছে । চুপচাপ থাকা মানেই কি তিনি CBI-র প্রশ্মের উত্তরে সঠিক বলছেন না? "

গতকাল রাজীব কুমারের তরফে আইনজীবী মিলন বাবু বলেন, " মদন মিত্রের মতো পরিণতি হোক আমার মক্কেলের, সেটা একেবারেই কাম্য নয়।মদন মিত্রকে জিজ্ঞাসাবাদের নামে CBI দপ্তরে সকাল ১০.৩০ মিনিটে ডাকা হয়। তারপর বিকেল ৪টের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল ৷ ''

রাজীবকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় CBI । তার বিরোধিতা করে আইনি সুরক্ষা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই পুলিশ কর্তা ।

Last Updated : Aug 30, 2019, 2:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details