পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রোজ়ভ্যালিকাণ্ডে CBI-র তলব, 2 সপ্তাহ সময় চাইলেন রাজীব - দু'সপ্তাহ অতিরিক্ত সময় চাইলেন রাজীব কুমার

রোজ়ভ্যালিকাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে তলব করেছে CBI । বৃহস্পতিবার অর্থাৎ আজ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল সল্টলেকের CGO কমপ্লেক্সে । কিন্তু নিজে না এসে CID আধিকারিকদের পাঠিয়ে দু'সপ্তাহ অতিরিক্ত সময় চেয়েছেন তিনি ।

রাজীব কুমার

By

Published : Aug 8, 2019, 4:29 PM IST

বিধাননগর, 8 অগাস্ট : সারদার পর রোজ়ভ্যালিকাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে তলব করেছে CBI । রোজ়ভ্যালিকাণ্ডে তাঁর ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই নোটিশ পাঠিয়েছিল CBI-এর তদন্তকারী আধিকারিকরা । বৃহস্পতিবার অর্থাৎ আজ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল সল্টলেকের CGO কমপ্লেক্সে । কিন্তু নিজে না এসে CID আধিকারিকদের পাঠিয়ে দু'সপ্তাহ অতিরিক্ত সময় চেয়েছেন তিনি ।

CBI সূত্রে খবর, দু'সপ্তাহ পরে তিনি আসতে পারবেন এমনই চিঠিতে জানিয়েছেন রাজীববাবু । তিনি আরও জানিয়েছেন, রোজ়ভ্যালিকাণ্ডে তাঁর কোনও ভূমিকা ছিল না । তিনি বিধাননগর পুলিশের কমিশনার থাকাকালীন রোজ়ভ্যালির তদন্তের সঙ্গে জড়িত ছিলেন না । আজ CBI দপ্তরে দুপুর 12 টা নাগাদ আসেন দুই CID আধিকারিক । তাঁরাই খামবন্ধ চিঠি জমা দেন CBI দপ্তরে ।

এই সংক্রান্ত আরও খবর :CGO কমপ্লেক্সে হাজির হলেন না রাজীব কুমার, চাইলেন সময়

এর আগে সারদাকাণ্ডে শিলংয়ে CBI-র মুখোমুখি হওয়ার পর জুনের 7 তারিখ CBI-এর তদন্তকারী আধিকারিকদের জেরার মুখোমুখি হয়েছিলেন রাজীব কুমার । সকাল 10টা 45মিনিট থেকে বেলা 3টে 20মিনিট পর্যন্ত ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে ৷ দফায় দফায় প্রায় চার ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । বিধাননগরের পুলিশ কমিশনার ও SIT-এর প্রধান হিসেবে তাঁর ভূমিকা নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন তিনি ।

এই সংক্রান্ত আরও খবর :রাজীব কুমারের গ্রেপ্তারির উপর ‘রক্ষাকবচ’ বাড়ল আরও এক সপ্তাহ

সারদার পর রোজ়ভ্যালি । নিজেকে গুছিয়ে নিতেই সম্ভবত তলব এড়ানোর জন্য সময় নিচ্ছেন রাজীব কুমার, মনে করছেন CBI আধিকারিকদের একাংশ । এর আগে সারদাকাণ্ডে কয়েকবার নোটিশ দিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করেছে CBI । চলতি বছরের 17 মে সুপ্রিম কোর্টে ধাক্কা খান রাজীব কুমার । তাঁর রক্ষাকবচ তুলে নেওয়া হয় । অভিবাসন দপ্তর 23 মে তাঁর বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করে ৷ ফলে তাঁর দেশ ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সমস্ত পথ বন্ধ হয়ে যায় । 27 মে একটি খামবন্ধ চিঠি CBI দপ্তরে পাঠান তিনি । 31 মে প্রতিনিধি মারফত নিজের পাসপোর্ট CBI দপ্তরে জমা দেন ।

এই সংক্রান্ত আরও খবর :ফের রাজীব কুমারের গ্রেপ্তারিতে স্থগিতাদেশের মেয়াদ বাড়ল

ABOUT THE AUTHOR

...view details