পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলিপুর জেলা আদালতে আগাম জামিনের আবেদন রাজীব কুমারের - রাজীবকে গ্রেপ্তারের পূর্ণ অধিকার রয়েছে CBI-র

গতকাল আলিপুর আদালত জানায়, রাজীবকে গ্রেপ্তারের পূর্ণ অধিকার রয়েছে CBI-র ৷ তবে, CBI-এর আর্জি মতো রাজীব কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেনি আদালত । আজ আলিপুর জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানালেন রাজীব কুমার ৷ আগামীকাল বেলা ১২ টায় হতে পারে শুনানি ৷

ফাইল ফোটো

By

Published : Sep 20, 2019, 1:21 PM IST

Updated : Sep 20, 2019, 1:38 PM IST

কলকাতা, ২০ সেপ্টেম্বর : আলিপুর জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানালেন রাজীব কুমার । আগামীকাল বেলা ১২ টায় হতে পারে শুনানি ৷

১৭ সেপ্টেম্বর "এক্তিয়ার নেই" বলে রাজীবের আগাম জামিনের আবেদন গ্রহণ করেনি বারাসাত বিশেষ আদালত ৷ সেখান থেকে বারাসত জেলা আদালতে যায় মামলা ৷ সেদিন এই মামলায়, জামিন দেওয়ার উপযুক্ত ফোরাম জেলা আদালত নয় বলে জানিয়েছিলেন বিচারক শব্বর রশিদি ৷

গতকাল আলিপুর আদালতে রাজীবের গ্রেপ্তারি পরোয়ানার আবেদনের শুনানির সময় তাঁকে 'পলাতক' বলে উল্লেখ করেন CBI-এর আইনজীবী ৷ রাজীবের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও আনা হয় ৷ শেষে বিচারক জানান, রাজীবকে গ্রেপ্তারের পূর্ণ অধিকার রয়েছে CBI-র ৷ তবে, CBI-এর আর্জি মতো রাজীব কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেনি আলিপুর আদালত ।

তারপর আজ রাজীব কুমারের তরফে আগাম জামিনের আবেদন জানানো হল ।

Last Updated : Sep 20, 2019, 1:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details