কলকাতা, 26জুলাই : আবৃত্তির মাধ্যমে কার্গিলযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানালেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । কবিহিরোদ মল্লিকের লেখা কবিতা আবৃত্তি করে সকলের উদ্দেশ্যে তা তুলে ধরলেন সোশালমিডিয়ায় । মন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলে ।
কার্গিল যোদ্ধাদের স্মরণে যখনমশগুল গোটা দেশ,এমনইসময় রাজ্যের বনমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্যে মন ছুঁয়ে গেল নেটিজেনদের । আবেগপূর্ণগলায় মন্ত্রী আবৃত্তি করলেন, "যারা সীমান্ত জাগে নিশিদিন । হাসিমুখে দেয় প্রাণ । তারা তো সকলে তোমার আমার ঘরের সন্তান । শত্রুর সাথে ওরা নির্ভীকপ্রাণে পাঞ্জা কষে কার্গিল গালওয়ানে ..."
দরাজ গলায় আবৃত্তি করে কারগিল বিজয় দিবসে শ্রদ্ধা জ্ঞাপন বনমন্ত্রীর
কার্গিল বিজয় দিবস । বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বনমন্ত্রী । নেটিজেনরা মুগ্ধ তাঁর আবৃত্তি পাঠে ।
রাজীববন্দ্যোপাধ্যায়ের এই ভাবে শহিদ তর্পণ করাটা প্রথম নয় । জুনে ভারত-চীন সীমান্তেশহিদ হয়েছিলেন দেশের বীর সেনারা । তাঁদের উৎসর্গ করে সে সময়ে গান করেছিলেন তিনি। একই রকমভাবে কার্গিল বিজয় দিবসে আবৃত্তির মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধাজানালেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।
প্রসঙ্গত,সংস্কৃতিপ্রেমী হিসেবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের খ্যাতিরয়েছে তাঁর দলের অন্দরে ও ঘনিষ্ঠমহলে । দেশমাতৃকার জন্য সম্মান ও শ্রদ্ধা জানাতেকুন্ঠা করেন না । সকলের উদ্দেশ্যে তুলে ধরেছেন তাঁর সংস্কৃতি প্রচেষ্টা ।